আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ছিটমহলে ভারত যেতে আগ্রহীর সংখ্যা বাড়ছে

সোমবার, ১৩ জুলাই ২০১৫, সকাল ০৯:২৩

জরিপ কার্যক্রমের খোঁজ-খবর নিয়ে গতকাল রোববার(১২জুলাই)জানা গেছে, প্রথমদিকে ভারত যেতে আগ্রহীর সংখ্যা কম দেখা গেলেও ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে ।

এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ১৩৬ নম্বর গোতামারী ছিটমহলের সর্বমোট ৯টি পরিবারের মধ্যে ৬টি সনাতন পরিবারের ২৫ সদস্যই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন ফরম পূরণ করেছেন। এ ছিটমহলের জনগণনার হালনাগাদ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন জনগণনাকারী প্রতিনিধিরা।

ভারতীয় জনগণনাকারী সদস্য পিন্টু রায় জানান, এ ছিটমহলে ৯টি পরিবারের মধ্যে ৬টি সনাতনধর্মী পরিবার পাওয়া গেছে। এসব পরিবারের মোট সদস্য সংখ্যা ২৫ জন। এরা সকলে ভারতে যাওয়ার আবেদন ফরম পূরণ করেছেন। ১০ সদস্যের ২টি মুসলিম পরিবার পাওয়া গেছে। এছাড়া সহিরন নেছা নামের এক সদস্যের পরিবারের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

তবে আগামী ১৬ জুলাই পর্যন্ত তারা তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।

এদিকে শনিবার বিকেল পর্যন্ত পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ৫৫টি ছিটমহলের মধ্যে জনবসতিপূর্ণ ৩৮টি ছিটমহলের জনগণনাকারী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সেলফোনে যোগাযোগ করলে, ভারতে যেতে ইচ্ছুক এমন কোনো আবেদন ফরম পূরণ করা হয়নি বলে নিশ্চিত করেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছিটমহল ৫৯ টি। এর মধ্যে ১৭টিতে জনবসতি নেই। ৪২ টি ছিটমহল থেকে ভারতে যেতে আবেদন ফরম পূরণ হচ্ছে। এসব ছিটমহলে হাতীবান্ধার অভ্যন্তরে থাকা ১৩৫ গোতামারী ও ১৩৬ গোতামারী ছিটমহল। পাটগ্রাম উপজেলায় ১১৯ নম্বর বাঁশকাটা ও ১১২ বাঁশকাটা ছিটমহল। এর মধ্যে ১৩৬ গোতামারী ছিটমহলে ৯টি পরিবারের মধ্যে ৬টি পরিবারের ২৫ জন ভারতে যেতে আবেদন ফরম পূরণ করেছেন। গত ৬ দিনে ১১৯ বাঁশকাটা ছিটমহলের ১০ টি পরিবারের ৬১ জন, ১১২ বাঁশকাটা ছিটমহলের ২জন ও ১৩৫ নম্বর গোতামারী ছিটমহলের জনগণনার ৭৮ জন সনাতন ধর্মীয় ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। এখন পর্যন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে জরিপের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কোন দেশ কতজন নাগরিক পাবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৩১ জুলাই পর্যন্ত।

মন্তব্য করুন


 

Link copied