আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

বগুড়ায় নারীর ফাঁদ পেতে অপহরণ, উদ্ধারকালে আটক ৩

সোমবার, ৩ আগস্ট ২০১৫, বিকাল ০৭:০১

বগুড়ায় পরিচিত নারীর মাধ্যমে মোবাইল ফোনে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপন দাবির ঘটনায় অপহৃতকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মিলন গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে। রোববার (২ আগস্ট) দুপুরে প্রতিবেশি পরিচয় দিয়ে বিলকিস নামে এক নারী মিলন (৫২) নামে এক ব্যক্তিকে বগুড়া শহরের কলোনী এলাকায় ডেকে নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। রোববার (২ আগস্ট) দিনগত গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল শহরের কলোনী চকফরিদ এলাকায় অভিযান চালিয়ে মিলনকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন- শহরের চকফরিদ এলাকার ফিরোজ বাবুর স্ত্রী দুলালী বেগম (৩৫), একই এলাকার হান্নানের ছেলে শাকিল ওরফে পিচ্চি শাকিল (২০) এবং আমজাদ হোসেনের ছেলে শাহাদত রওফে শাওন (২০)। বিলকিস পলাতক আছেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মিলন পাসপোর্ট অফিসে আসেন। এ সময় তার পূর্বপরিচিত বিলকিস নামের এক নারী তাকে ফোন করে একটা কাজে শহরের কলোনী এলাকায় যেতে বলেন। মিলন সেখানে গেলে বিলকিস তাকে দুলালীর বাড়িতে নিয়ে যায়। এরপর দুলালীর নির্দেশে আটককৃত শাকিল ও শাওন তাকে আটকে রেখে বেধড়ক পেটায় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিন বিকেলে মিলন মোবাইল ফোনে তার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠাতে বলেন। তিনি বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৩০ হাজার পাঠান। কিন্তু তারা পুরো দুই টাকা দাবি করে মিলনকে আবারও মারধর করতে থাকে। রাতে মিলনের আত্মীয় আব্দুর রশিদ বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশ কলোনী এলাকায় ফাঁদ পেতে প্রথমে অপহরণকারী চক্রের দুই সদস্য শাকিল ও শাওনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুলালীর বাড়িতে অভিযান চালিয়ে মিলনকে উদ্ধার ও দুলালী, শাকিল ও শাওনকে আটক করে। আটককৃত তিন জন ও বিলকিসসহ মোট ছয় জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান।

মন্তব্য করুন


 

Link copied