বগুড়া প্রতিনিধি : শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের ফুলবাড়ি এলাকার খালেদ আহম্মেদের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন মেহেরাজ (৪৫)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মশিউর রহমান জানান, শহরের ঝাউতলা এলাকায় পিংকি সুইট এন্ড রেষ্টুরেন্ট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ও আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।