লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ওই এলাকার সুদির চন্দ্রের স্ত্রী স্বারথী রানী (৪২) ও তার মেয়ে স্বস্তি রানী (১৮)।
স্বস্তি এবার বড়বাড়ি শেখ আবুল কাশেম মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন সরকার জানান, স্বারথী মেয়ে স্বস্তিকে নিয়ে সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। এসময় পুকুরের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বস্তির। এসময় গুরুতর আহত হন তার মা স্বারথি। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন স্বস্তির লাশ উদ্ধার করে এবং আহত স্বারথিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বারথিও মারা যান।