আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

পঞ্চগড়ে ছিটমহলের বাসিন্দাদের যৌথ শুনানি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫, বিকাল ০৫:০০

পঞ্চগড়: পঞ্চগড়ে সদ্য বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের মধ্যে সর্বশেষ জনগণনার আবারও যৌথ শুনানি শুরু হচ্ছে। গত ৬ থেকে ১৬ জুলাই যৌথ জনগণনা করা হয়। এই গণনায় পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের ৪৬৭ জন বাসিন্দা ভারতে যাওয়ার অপশন দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে জেলার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ছিটমহলের ২২ জন তাদের মত বদলিয়েছেন। এদের কেউ এখন আর ভারতে যেতে চান না। এজন্য তারা ভারতে বসবাসের অপশন থেকে তাদের নাম প্রত্যাহারের আবেদন করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা ডাক বাংলোতে শুনানি শুরু হয়।  শুনানিতে অংশ নিতে দুপুর সাড়ে ১২টায় ভারতের কোচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেড নুর আলম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ডাক বাংলোতে পৌঁছান। এর আগে তিনি লালমনিরহাটের বুড়িমারি-চেংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশের পক্ষে পঞ্চগড়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মো. গোলাম আজম এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফিকুল ইসলাম অংশ নেন। দুপুর ১টায় বাংলোর একটি কক্ষে আবেদনকারীদের উপস্থিতিতে শুনানি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলছিল। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দেবীগঞ্জের বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের চারটি পরিবারের ২২ জন তাদের নাম প্রত্যাহারের আবেদন করেছেন। এছাড়া আরও কয়েকজন ছিটমহলের বাসিন্দা তাদের নাম প্রত্যাহার এবং নতুন করে কেউ কেউ ভারতে যাওয়ার আবেদন করেছেন। এদের সকলের আবদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য করুন


 

Link copied