রাজশাহী: রাজশাহী সিটি বাইপাস হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩০ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ গরু ব্যবসায়ীদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক হোটেল মালিকের ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালে ভর্তি হলেন- নরসিনদী এলাকার জর্জ মিয়া (৪০), কালু (৩০), বেলাল (৩০), ইকবাল (৪৮), খাইরুল (২০) ও রশিদ (৩৫)। আটকরা হলেন- দোকান মালিকের ছেলে ফয়সাল হোসেন, কর্মচারী গিয়াস উদ্দিন, সোহরাব ও আব্দুল হালিম।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গরু ব্যবসায়ী লিটন জানান, সকালে সিটি বাইপাশ হাটে গরু কিনতে আসা ব্যবসায়ী ও ট্রাকচালকরা মিলে অন্তত ৪০ জন গরু ব্যবসায়ী জাফরের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খান। এর পর টিস্যুতে মুখ মুছার পরে একে একে সবাই অজ্ঞান হয়ে পড়েন।
সিটি হাট ইজারদার আতিকুর রহমান কালু জানান, ভোরে ৩০ থেকে ৩৫ জন গরু ব্যবসায়ী হাটে আসেন। সেখানে জাফর নামে এক হোটেল ব্যবসায়ীর হোটেলে তারা খাওয়া-দাওয়া করেন। এর পরেই তারা অসুস্থ হয়ে পড়েন।
শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, জাফর নামে এক ব্যক্তির হোটেলে খাবার খাওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লেও সঙ্গে থাকা অন্য লোকজন সজাগ থাকায় টাকা-পয়সা খোয়া যাওয়ার কোনো ঘটনা ঘটে নি।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জাহেদুর রহমান জানান, ৩০ জন গরু ব্যবসায়ী অজ্ঞান হওয়ার ঘটনায় পুলিশ হোটেল মালিক জাফরের ছেলেসহ ৪ জনকে আটক করেছে। তবে পলাতক রয়েছে হোটেল মালিজ জাফর আলী।