আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

পার্বতীপুরে ভবানীপুর খাদ্য গুদামের ৫২ মেট্রিক টন চাল পাচার

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৩, বিকাল ০৬:১৬

 দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর খাদ্য গুদাম থেকে ৫২ মেট্রিক টন চাল পাচারের ঘটনা ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গুদাম পরিদর্শন করে স্টক রেজিস্ট্রার ও মজুদ করা চালের স্থিতি পরীক্ষা করলে চাল পাচারের বিষয়টি ধরা পড়ে। পার্বতীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসূদন বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ভবানীপুর খাদ্য গুদামের স্টক রেজিস্ট্রার অনুযায়ী সেখানে এক হাজার ৪১৭ দশমিক ৭৮৪ মেট্রিক টন চাল ও ১১ দশমিক ৪৩৭ মেট্রিক টন গম মজুদ থাকার কথা। কিন্তু গমের মজুদ ঠিক থাকলেও চালের মজুদ ৫২ দশমিক ১৫০ মেট্রিক টন কম পাওয়া গেছে। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এই চাল কাউকে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একে পাচার না চুরি বলবো ভেবে পাচ্ছি না’’। তিনি আরও জানান, সংশ্লিষ্ট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান কোনো কথা বলতে রাজি হননি। এদিকে, এলাকার বিভিন্ন সূত্র জানায়, বর্তমানের টিআর প্রকল্পের শতশত টন চাল সরবরাহ দেওয়া হচ্ছে। ভবানীপুর খাদ্য গুদামের চাল উচ্চ মানের হওয়ায় টিআর প্রকল্পের ডেলিভারি অর্ডার (ডিও) ক্রেতা স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ গুদাম থেকে চাল উত্তোলন করছেন। হয়তো তাদের মধ্যে অনেকে ডিও জমা না দিয়েই অগ্রীম চাল তুলে নিয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied