আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

সেরা ১০ স্মার্টফোন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫, সকাল ০৮:৩৮

ডেস্ক : প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে স্মার্টফোন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সবার হাতে যেন স্মার্টফোন থাকতেই হবে। গ্রাহকদের সামর্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও পাল্লা দিয়ে বাজারে আনছে নানা সাইজের, নানা সুযোগ-সুবিধাসম্পন্ন স্মার্টফোন। ফলে অনেক গ্রাহক স্মার্টফোন কিনতে গিয়ে অনেকটা সিদ্ধান্তহীনতায় ভোগেন কোন স্মার্টফোনটি কিনবেন তিনি। দ্য রিপোর্টের পাঠকদের জন্য ২০১৫ সালের সেরা ১০টি স্মার্টফোনের তথ্য দেওয়া হল। ১. স্যামসাং গ্ল্যালাক্সি এস৬ এজ বর্তমান সময়ের সেরা স্মার্টফোন এটি। ফোনটিতে রয়েছে বক্ররেখা অঙ্কিত দুটি ডিসপ্লে, যা বিশ্বে প্রথম। এটির স্ক্রিনটি দুই পাশেই বাঁকানো, যা এর আগে অন্য কোনো ফোনে দেখা যায়নি। আধুনিক এ ফোনটি দেখতেও ভারী চমৎকার। বিচিত্র ডিসপ্লের পাশাপাশি রয়েছে ব্যাপক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এক্সিলেন্ট ক্যামেরা ও এটির পারফরম্যান্স ফোনটিকে শুধু দেখতেই স্মার্টফোন করেনি বরং বর্তমান দুনিয়ার অন্যান্য স্মার্টফোনের মধ্যে এটি শীর্ষ স্থান দখল করেছে। ২. অ্যাপল আইফোন ৬ অ্যাপল উৎপাদিত সেরা স্মার্টফোন এটি। বড় স্ক্রিন, উত্তম কীবোর্ড এবং উন্নত ব্যাটারি ডিভাইসটিকে ব্যাপক ব্যবহারযোগ্য করেছে, যা আগে দেখা যায়নি। উপরের গ্ল্যাক্সি এস৬ অবশ্যই সেরা স্মার্টফোন। কিন্তু আপনি যদি আইফোন কিনতে মনস্থির করে থাকেন তাহলে এটিই সেরা। ৩. স্যামসাং গ্ল্যালাক্সি এস৬ এটিও বিশ্বের সেরা স্মার্টফোন দাবি করে। কিন্তু একটু আগে যে গ্ল্যালাক্সি এস৬ এজের কথা বলা হয়েছে তাতে কিছুটা হলেও বেশি বৈশিষ্ট্য রয়েছে। এতে (গ্ল্যাক্সি এস৬) রয়েছে উন্নত ব্যাটারি। ধাতু ও গ্লাস নির্মিত চ্যাসিস। সেইসঙ্গে ব্রিলিয়ান্ট এই ফোনটিতে রয়েছে মায়াবী টাচ। ৪. এলজি জি৪ ৫.৫ ইঞ্চির ডিসপ্লেসম্পন্ন অন্য যেকোনো ফোনের মতই এলজি জি৪ বড় আকারের ফোন। এর নতুন বৈশিষ্ট্য হলো-এর পিছনে চামড়ার এক্সেসরিজ, যা দেখতে এবং ধরতে বেশ আরামদায়ক। এতে রয়েছে ফাস্ট প্রসেসর, বড় স্ক্রিন এবং চমৎকার বৈশিষ্ট্যের ক্যামেরা। ৫. এইচটিসি ওয়ান এম৯ এইচটিসির ফ্ল্যাগশিপ ফোনগুলো যে কারণে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে তা হচ্ছে এর দারুণ ডিজাইন ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। এইচটিসি ওয়ান এম৯-এ রয়েছে ৫-ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এছাড়া রয়েছে করনি গরিলা গ্লাস ৪ প্রটেকশন। ফোনটির ডিজাইন এম৮-এর মতো হলেও ওয়ান এম৯-এর তুলনায় এর পুরুত্ব খানিকটা বেশি। ৬. এলজি জি ফ্লেক্স ২ জি ফ্লেক্সের অনুসরণেই জি ফ্লেক্স ২ তৈরি করা হয়। যাতে রয়েছে সেক্সি ও বক্ররেখার স্ক্রিন। তাছাড়া এটি ধরতেও সহজ। যা অনেকেরই কাম্য ছিল। একটি আধুনিক স্মার্টফোনের সব ধরনের সুবিধা এতে রয়েছে। ৭. স্যামসাং গ্ল্যালাক্সি নোট ৪ প্রযুক্তির বাজারে সেরা ফ্যাবলেট হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৪। এর অন্যান্য বৈশিষ্ট্য অতুলনীয়। এতটা স্টাইলিশ লুক অন্য ফ্যাবলেটে দেখা যায় না। এর পারফরমেন্স বহু উন্নত মোবাইলের চেয়েও অনেক ভালো। তাই এটি সহজে মন কেড়েছে ব্যবহারকারীদের। ৫.৭ ইঞ্চি পর্দায় এর হাই রেজ্যুলেশন দারুণ ছবি দেখাবে। আর ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় আউটডোর শুটিং হবে মনের মতো। ৮. আইফোন ৬ প্লাস সম্ভবত দেখতে সবচেয়ে সুন্দর ফ্যাবলেট। অ্যাপলের ৫ দশমিক ৫ ইঞ্চির এই স্মার্টফোনটির আউটলুকিং নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনি আইফোন ব্যবহারকারী হন এবং অভিনবত্ব চান তাহলে এটি আপনার জন্যই। তবে এটি যে বেশ ব্যয়বহুল সেদিকেও নজর রাখবেন। ৯. গুগল নেক্সাস ৬ গুগলের ৬ ইঞ্চি ডিসপ্লের এ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি তৈরি করেছে মটোরোলা। এটি শুধু একটি ছোট্ট ফোন নয়। অতীব ক্ষমতাশালী এ ফোনটির নিয়মিত আপডেট করারও সুযোগ রয়েছে। ১০. এইচটিসি ওয়ান এম৮ এম৮ স্মার্টফোনটি ২০১৪ সালে সেরা ফোন হিসেবে বিবেচিত ছিল। কিন্তু ২০১৫ সালে এসেও এর চাহিদা এতটুকু কমেনি। বরং এম৮ এর পরে যে এম৯ বাজারে আনা হয়েছে তাতেও খুব বেশি পরিবর্তন আনা হয়নি। বরং খরচ কমাতে চাইলে এম৯ এর চেয়ে এম৮ কেনাই অধিক যুক্তিযুক্ত।  

মন্তব্য করুন


 

Link copied