আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

পার্বতীপুরে খাদ্যগুদামের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩, সকাল ০৮:৫৩

দিনাজপুর প্রতিনিধি: গুদাম থেকে চাল পাচারের দায়ে দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) খলিলুর রহমানকে গত রোববার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার পর রোববার গভীর রাতে ওই কর্মকর্তা উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে পাচার হওয়া প্রায় ৬০ টন চাল আবার খাদ্যগুদামে ফেরত দিয়েছেন। পার্বতীপুরের ইউএনও রাহেনুল ইসলাম জানান, খলিলুর রহমান চাল পাচারের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার ও স্বেচ্ছায় সেই চাল ফেরত দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে ১৬ এপ্রিল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (রংপুর) পরিমল চন্দ্র সরকারের সুপারিশে রোববার গভীর রাতে ৬০ দশমিক ১ মেট্রিক টন চাল গুদামে ফেরত নেওয়া হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসূদন বর্মণ বলেন, চাল ফেরত নেওয়া হলেও তা গুদামের হিসাবে সংযুক্ত করা হয়নি। সরকারি সম্পদ উদ্ধারের লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ১০ এপ্রিল পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুর রায়হান প্রভাব খাটিয়ে খলিলুর রহমানের কাছ থেকে টিআরের প্রায় ৬০ মেট্রিক টন চাল তুলে নেন। এ ঘটনা জানাজানির পর দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরদিন সরেজমিনে গুদামের চাল ও গমের স্থিতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। এতে প্রাথমিক অবস্থায় চালের মজুত প্রায় ৫২ মেট্রিক টন কম পাওয়া গেলে গুদাম সিলগালা করা হয়। পরে তদন্তে গুদাম থেকে ৬০ দশমিক ১ মেট্রিক টন চাল পাচারের ঘটনা উদ্ঘাটিত হয়।

মন্তব্য করুন


 

Link copied