আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ডিমলায় ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে আজ রাতে বাল্য বিয়ে !

সোমবার, ২ নভেম্বর ২০১৫, বিকাল ০৬:২০

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২ নবেম্বর॥ ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বারো বছরের লিপি আক্তারের আজ সোমবার (২ নবেম্বর) রাতে বাল্য বিয়ে হচ্ছে। লিপি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের মোমিনুল ইসলামের মেয়ে। সে পশ্চিম ছাতনাই সানরাইজ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী । তার রোল নম্বর ৬।  লিপিদের বাড়ি ইউনিয়নটির চেয়ারম্যানের বাড়ির সাথে একিভুত। তাই বিয়ের প্যান্ডেল নির্মান করা হয়েছে খোদ পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকারের বাড়ীর সামনেই। এলাকার জনৈক এক সচেতন ব্যাক্তি ওই বিয়ের আয়োজনের প্যান্ডেলের ছবিটি মোবাইল ফোনে তুলে ফেসবুকের মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। এলাকার সচেতন মহল বাল্য বিয়েটি প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এই বাল্য বিয়ে ঘিরে সেখানে সাজ সাজ রব পড়েছে। এলাকাবাসী জানায় আজ রাতে এই বিয়ের অনুষ্ঠানে বর সেজে আসবে একই উপজেলার পাশ্ববর্তী বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ গ্রামের বকুল মিয়ার ছেলে রানা(২০)। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েক দফায় কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেনি। তবে মুঠোফোনে কথা হয় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য অম্ভিকা চন্দ্র রায়ের সাথে। তিনি বলেন শুনেছি চেয়ারম্যান সাহেবের খুলিতে(আঙ্গিনা) বিয়ে হচ্ছে একটি কম বয়সের মেয়ের। বিষয়টি বাল্য বিয়ে কিনা জানতে চাইলে তিনি বলেন মেয়েটিকে আমি দেখিনি তাই বলতে পারছিনা। তবে মানুষজনকে বলতে শুনেছি এটি বাল্য বিয়ে। বাল্য বিয়ে বন্ধ সর্ম্পকে তার ভুমিকা কি প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ইউপি সদস্য। যেখানে চেয়ারম্যানের আছে সেখানে আমি কিছুই করতে পারবোনা। পশ্চিম ছাতনাই সানরাইজ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন লিপি তার স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রীএবং তার রোল নম্বর ৬।  তিনি ওই ছাত্রীর বাল্য বিয়ে বন্ধের জোড় দাবি জানান। পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের একটি সুত্র জানায় ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে ওই ছাত্রীর নামে বয়স বৃদ্ধি করে কোন জন্ম নিবন্ধনপত্র দেয়া হয়নি। তবে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বৃদ্ধি করতে পারে বলে তারা ধারনা করছে। এদিকে বিষয়টি এলাকার অনেকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারি ভুমি কমিশনার মিল্টন চন্দ্র রায় কে মুঠোফোনে অবগত করে এই বাল্য বিয়ে বন্ধ করার জন্য দাবি করেছে। এখন এলাকার সচেতন মহল ওই বাল্য বিয়ে বন্ধে প্রশাসনের ভুমিকা পালনে অধির আগ্রহে অপেক্ষা করছে বলে জানায়। নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান বাল্য বিয়েটি বন্ধের জন্য ইউপি চেয়্যারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied