নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একরামূল হক (৬০) ও মিনারা খাতুন (৪০) নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক দম্পতি সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালায় সাপাহার থানা পুলিশ। এ সময় সন্দেহ হলে একরামূল ও তার স্ত্রী মিনারা খাতুনের দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
ওসি জানান, আটক দম্পতি ভারত থেকে চোরাইপথে সীমান্ত পেড়িয়ে দেশে অস্ত্র নিয়ে আসছিলো। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।