বিশেষ প্রতিনিধি॥ বর্তমান প্রতিযোগিতার যুগে গতানুগতিকতা পরিহার করে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ ছাড়াও পরিচ্ছন্নতা ও সেবা ধর্মী কর্মকান্ডের গুরুত্ববৃদ্ধি ও বিস্তার ঘটানোর লক্ষ্যে আজ শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনে রেলওয়ে সেবা সপ্তাহ। এটি চলবে আগামী ১০ ডিসেম্বর/২০১৫ পর্যন্ত।
সকালে পাকশী বিভাগের রাজশাহী স্টেশনে পশ্চিমাঞ্চলের জিএম খায়রুল আলম,খুলনা স্টেশনে সিই মাহববুল আলম বকশী,ডিআরএম লালমনিরহাট নাজমুল হাসান লালমনিরহাট স্টেশন, সিইই গাউসুল মনির পারবর্তীপুর ও সিসিএম মিহির কান্তি দিনাজপুর স্টেশনে রেল সপ্তাহের উদ্বোধন করেন । ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান শাহ আলম ভুইয়া।
রেলের সেবা বৃদ্ধির জন্য রেল সেবা মূলক প্রতিষ্ঠান বিধায় এর সেবা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে যাতে যাত্রীরা ট্রেন ভ্রমনে সাচ্ছন্দ বোধ করেন। স্টেশন প্লাটফর্মে সেবার মান বৃদ্ধি ট্রেনের বাথরুম, যাত্রীদের সুযোগ সুবিধা দেয়া হবে এই রেল সপ্তাহে।