বগুড়া: জেলার বগুড়া-রংপুর মহাসড়ক ও মাটিডালী-পীরগাছা সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কালীবালা গ্রামের আবুল হোসেনের ছেলে মন্টু মিয়া (৪০) এবং সাখারিয়া গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে জামিনুর রহমান (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মন্টু সবজি বোঝাই ভ্যান নিয়ে বগুড়া শহরে যাচ্ছিলেন। তিনি পথিমধ্যে মাটিডালি-পীরগাছা সড়কের কালীবালা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
অপরদিকে সকাল পৌনে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান ভ্যান চালক জামিনুর।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এস আই মোসাদ্দেক আলী সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।