আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

দিনে বন্ধু, রাতে যৌন আগ্রাসী!

সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫, দুপুর ১২:৩৭

কর্মক্ষেত্রে অনেকের সাথেই ভালো সম্পর্ক তৈরি হয়। কেউ কেউ হয়তো খুব ভাল বন্ধু হয়ে যান। কিন্তু আপনি যাকে শুধুই ভালো বন্ধু ভাবছেন সে যদি অপ্রত্যাশিত কিংবা যৌন উত্তেজক আচরণ করে তাহলে কী করবেন? এমনই এক পরিস্থিতির মুখোমুখি লুবনা ইয়াসমিন (ছদ্মনাম)। লুবনা জানিয়েছেন তার পুরো ঘটনা। আর এ ধরনের পরিস্থিতিতে পড়লে কী করা উচিত তার ব্যাখ্যাও দিয়েছেন একজন মনোরোগ চিকিৎসক। লুবনা ইয়াসমিন: আমি ও আমার এক বন্ধু দু’জনই একই জায়গায় চাকরি করি। সে আমার একমাত্র বন্ধু। দিনের সময় ওর সাথে আমি অনেক ভালো থাকি। সে আমার মতই প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল। আমি তার সঙ্গ অনেক পছন্দ করি। তার সাথে আমার অনেক কিছুরই মিল রয়েছে। আমরা প্রকৃত বন্ধু। কিন্তু আমার বন্ধুটি রাতের বেলায় রোমান্টিক ও যৌন উত্তেজক আচরণ শুরু করে। এমন আচরণ করা শুরু করে যে আমি খুব বিব্রত হয়ে পড়ি। কিন্তু সে দিনের বেলায় একদম ঠিক আচরণ করে। আমি এখন রাতের বেলায় বন্ধুটির সাথে কথা বলি না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। অফিস বন্ধের সময় আমরা ক্ষুদে বার্তায় যোগাযোগ করি এবং তাও খুব কম পরিমাণে। আমার মনে হচ্ছে, আমি তার সাথে এ রকম আচরণ করে আঘাত দিচ্ছি। কিন্তু আমার বিকল্প কোনো উপায় নেই। আমি জানি, সে আমাকে ভালোবাসে না এবং বিয়েও করবে না। দয়া করে বলবেন এ অবস্থায় আমি কী করতে পারি। মনোরোগ বিশেষজ্ঞ ডা: প্রিয়রঞ্জন অভিনাশ এর পরামর্শ: সাহস করে এই ধরনের একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। বেশিরভাগ লোকেরা এসব ব্যাপার মুখ বুজে সহ্য করে। ভালোবাসার অর্থ একেক জনের কাছে একেক রকম। কিছু মানুষের ভালোবাসা আসক্তি ও কাম ছাড়া আর কিছু নয়। আর সত্যিকার ভালোবাসা বলতে বুঝায় সাহচর্য্য, ত্যাগ, আসক্তি এবং বাস্তবতার সমন্বয়। কিন্তু আপনাদের দু’জনের ব্যাপারটি ভালোবাসা মনে হচ্ছে না। আপনি বলেছেন, সে রাতের বেলায় নিজের কাছে এবং আপনার কাছে অপরিচিত মানুষের মতো আচরণ করে। লক্ষ্মণ দেখে মনে হচ্ছে, সে আবেগীয় সমস্যায় ভোগছে। আর এ ব্যাপারটি এড়াতে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তার মানে সে যা করতে চাচ্ছে আপনি তা চাচ্ছেন না। আপনি যেভাবে ব্যাপারটি সমাধান করতে চাচ্ছেন তা আসলে একটি পরোক্ষ পদ্ধতি। আমার মনে হয়, আপনার বন্ধুটির সাথে খোলাসা করে সব বলা উচিত। বিশেষ করে রাতের বেলায় আপনার বন্ধুটি যেরকম আচরণ করে সেই বিষয়ে আপনার মতামত জোরালোভাবে বলা উচিত। আমি নিশ্চিত, আপনি নিজেকে আরও শক্ত করবেন এবং আপনার বন্ধুটির অপ্রত্যাশিত, অসামঞ্জস্যপূর্ণ, যৌন অশৃঙ্খল আচরণ যে আপনি সহ্য করতে পারছেন না, তা বুঝাতে সক্ষম হবেন।

মন্তব্য করুন


 

Link copied