আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

লালমনিরহাটে ঘন কুয়াশায় শীতে কাঁপছে ছিন্নমুল মানুষ

শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬, বিকাল ০৫:০৮

সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। গত কয়েকদিনে দেখা মেলেনি সৃর্ষ। ভোররাত থেকে বেলা গড়ানো পর্যন্ত ঘন কুয়াশা আর থেমে বৃষ্টি। দুপুর অবধি মেঘলা আকাশ। আর সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়ানোর আগেই বিকেল গড়িয়ে সন্ধ্যা। দিনভর হিমেল বাতাস। সঙ্গে রয়েছে গেল দুদিন ধরে তাপমাত্রার পারদ নিচের দিকে নামা। শনিবার(২৩ জানুয়ারী) লালমনিরহাট সদরসহ জেলার ৫উপজেলায় চিত্র ছিল এমনই। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান উত্তরবাংলাকে জানান, সুর্যের আলো না থাকায় এবং কুয়াশার সাথে শৈত্যপ্রবাহ যুক্ত হওয়ায় ঠান্ডার প্রকোপ কিছুটা বেড়েছে। সরকারী ও বেসরকারী ভাবে যাহা ছিল সব শীতবস্ত্র ইতোমধ্যে বিতরন করা হয়েছে। আরও চাহিদা পাঠানো হয়েছে ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে দাপদে অচল হয়ে পড়েছে সাধারন মানুষসহ সকল প্রানীকুল। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলছে যানবাহন। সবচেয়ে বিপাকে পড়েছে তিস্তাপাড়ের ছিন্নমুল মানুষগুলো। হিমেল হাওয়ায় ঘরের মধ্যে থাকাও তাদের দায় হয়ে পড়েছে। ফলে বিপর্যস্থ হয়ে পড়েছে তাদের জীবন-জীবিকা। শিশু আর গবাদি-পশুপাখি নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন এ জেলার মানুষ। এসব মিলিয়ে উত্তরাঞ্চল জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। এই অবস্থা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়াতে পারে। তবে স্থীনীয়রা বলছেন এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজ যা ৯ দশমিক পাঁচ ডিগ্রি হবে। চলতি শীত মৌসুমের ডিসেম্বর থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু থেকে হালকা শৈত্যপ্রবাহ হয়েছে। তবে গত পাঁচদিন থেকে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ না বইলেও শীতের তীব্রতা ক্রমশই বাড়ছে। মূলত মেঘলা আকাশ আর বাতাসের কারণে ঠান্ডার মাত্রাটা বেশি। তাছাড়াও দিনের বেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার থাকলেও বিকেলের পর থেকে তা বেড়ে ১৫-১৬ কিলোমিটার পর্যন্ত হচ্ছে। ফলে সব সময় শীতের কামড় সহ্য করতে হচ্ছে মানুষকে। আর এ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ ভিড় করছে ফুটপাথের গরম কাপড়ের দোকানে। ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দামে তা কিনছেন ক্রেতারা। শনিবার সকাল থেকে দেখাগেছে, কালীগঞ্জ উপজেলার আশপাশের এলাকার ফুটপাথের দোকানগুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা যায়। নিম্ন আয়ের থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফুটপাথের গরম কাপড় কিনছেন। এ অঞ্চলের মানুষ বলছেন, একযোগে এভাবে শীত পড়ার ঘটনা খুবই কম। যা অতীতে তেমনটা দেখা যায়নি। ফুটপাতার দোকানদার লেবু মিয়া জানালেন, গত কয়েকদিন থেকে বিক্রী একেবারেই কমে গিয়েছিল, আজ আবার বেড়ে গেছে। লালমনিরহাট জেলা প্রসাশন ও রংপুর আবহাওয়া অধিদফতরের উত্তরবাংলাকে জানান, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলছে, মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। সেই সাথে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে এবং এক থেকে দুই ডিগ্রি বাড়াতে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে রয়েছে। শুক্রবারের থেকে আজ সে তুলনায় ২-৩ ডিগ্রি কমে গেছে। এমনিক বৃষ্টিপাতের পর থেকেই তাপমাত্রা প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি করে কমছে। এ অবস্থা আরও দু-একদিন থাকতে পারে। তবে এখনও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তাপমাত্রা ১০ডিগ্রিতে নেমে এলে শুরু হবে শৈত্যপ্রবাহ। আকাশে এখনও মেঘ রয়েছে। তা কেটে গেলেই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শীতের তীব্রতা বাড়বে বলে তিনি জানান। রংপুর আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ আব্দুস সালাম উত্তরবাংলাকে জানান, রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। অপর দিকে পাশ্ববর্তি রাজারহাট আবহাওয়া অফিসের অবজারভার নজরুল ইসলাম উত্তরবাংলাকে জানান, লালমনিরহাটের পুর্বসীমান্ত কুড়িগ্রাম রাজারহাটে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক শুন্য ডিগ্রী সেলসিয়াস। লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আ.স.ম. আব্দুস ছামাদ উত্তরবাংলাকে জানান, শীতের তীব্রতা বাড়ায় শিশুরা বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাদের চিকিৎসায় তৎপর রয়েছে চিকিৎসকরা। তবে শিশুরা যাতে ঠান্ডা না পায় সেদিকে সরকলকে নজর দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন


 

Link copied