আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

"শেখ মুজিব মুক্তিযুদ্ধ দেখেননি, শুনেছেন"

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬, বিকাল ০৬:০১

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী; গণতন্ত্র পুনরুদ্ধার- সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ পরিচালনা করেন ড্যাবের যুগ্মমহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু।

রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক নিজের চিকিৎসার টাকা ও আইন কমিশনে চাকরির লোভে তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করেছেন। এই অপরাধে তাকে গ্রেফতার করে বিচার করা উচিত।’

তিনি আরও বলেন,  ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা উল্লেখ করেননি। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে বির্তক আছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ১০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তার এ বক্তব্যর জন্য খালেদা জিয়ার আগে তাজউদ্দীন আহমদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। এর পরে আরও অনেকেই শহীদদের বিভিন্ন সংখ্যার কথা বলেছেন।'

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে হত্যা মামলা হওয়া উচিত। শেখ হাসিনা বলেছিলেন 'আমার দলের একজন মারা গেলে অন্য দলের দশজন মারা হবে'। তার এ বক্তব্য হত্যার হুমকির জন্য তাকে আসামি করে মামলা করা উচিত।’

আয়োজক সংগঠনের সহসভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দার, ড্যাবের মহাসচিব ডা. জেড এম জাহিদ হোসেন, সহ সভাপতি ডা. অধ্যাপক সিরাজুল ইসলাম, ডা. অধ্যাপক আব্দুল মান্নান, ডা. আব্দুল কুদ্দুস, ডা.আব্দুস সালাম প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied