আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

‘পুলিশ হতে ১০ লাখ ও শিক্ষক হতে ৫ লাখ টাকা লাগে’

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, রাত ০৮:১৫

 ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন পুলিশ হতে হলে ১০ লাখ ও স্কুল শিক্ষক হতে হলে ৫ লাখ টাকা ঘুষ লাগে। আমাদের সময় এমন ছিল না। দুর্নীতি ছিল না। যোগ্য ব্যক্তিদের চাকরি হয়েছে। আমরা টাকা দিয়ে বিচার করিনি। যোগ্যতা দিয়ে বিচার করেছি। আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির হল রুমে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষাঙ্গণ আজ কলুষিত, মেয়েরা অরক্ষিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ কোথায় চলে গেছে। যা দেখলে দু:খ হয়। তিনি আরও বলেন, এই দেশতো আমরা চাইনি, নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই দেশের জন্য নয়। স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। প্রধান অতিথির ভাষণে এরশাদ আশা প্রকাশ করে বলেন, একদিন না একদিন সুসময় ফিরে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন নির্বাসিত। জাতীয় পার্টির আমলে আইনের শাসন ছিল। বিচার বিভাগের কোন হস্তক্ষেপ ছিল না। বর্তমানে বিচার বিভাগে কি হচ্ছে। আজ হাইকোর্টেও সংবাদ সম্মেলন হয়। বর্তমানে দেশের কি অবস্থা সকল জনগণ তা অবগত। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, এরশাদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কলিমউল্লাহ, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব আলমগীর সিকদার লোটন প্রমুখ। জি.এম কাদের প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তাকে দায়িত্ব দেয়ার পর পার্টিতে প্রাণের সঞ্চার হয়েছে। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন আপনারা তাকে গ্রহণ করেন কিনা, স্বাগত জানান কিনা? তিনি বলেন, জাতীয় পার্টি থাকবে, জাতীয় পার্টি আবার জেগে উঠবে। তিনি বলেন, কখনও মাথা নত করিনি, ভেঙ্গে পড়িনি। নয় বছর এইদেশের রাষ্ট্রপতি ছিলাম। মানুষকে সাহায্য করেছি, বুকে টেনে নিয়েছি। কাউকে হত্যা করিনি, গুমও করিনি। দুর্নীতি করিনি, মানুষকে সমঅধিকার ফিরিয়ে দিয়েছি। আমি অন্যায় করিনি, অপরাধ করিনি। আমার সময় সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে। আমার সময় সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। আমার কোন পুলিশ লাগে না।

মন্তব্য করুন


 

Link copied