আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

বগুড়ায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, হোতা ‍আটক

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বিকাল ০৭:১৭

 বগুড়া: বগুড়ায় অপহৃত স্কুলছাত্র রাকিবুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারী চক্রের হোতা ঘরজামাইখ্যাত সিয়ামকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরের বিমান মোড় এলাকায় রংপুর থেকে সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দু’জনকে হেফাজতে নেয় পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা ‍জানান পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান। তিনি অপহরণ ও উদ্ধারের পুরো ঘটনা কনফারেন্সে তুলে ধরেন। এসপি জানান, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাকিবুল জেলার নন্দীগ্রাম উপজেলার আগাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আশরাফ পেশায় একজন ফুটপাতের পিয়াজু ব্যবসায়ী। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) নন্দীগ্রামের চৌমুহনী বাজারের আল-মানার একাডেমির প্রধান ফটকের সামনে থেকে রাকিবুলকে অপহরণ করা হয়। অপহরণকারী চক্রটি তার বাবার কাছে মোবাইল ফোনে অর্ধলাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রাকিবুলের বাবা পুলিশকে জানান। পুলিশের পরামর্শে আশরাফ কৌশলের আশ্রয় নিয়ে অপহরণকারী চক্রের সঙ্গে মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষি শুরু করেন। একপর্যায়ে চক্রটি মুক্তিপণের বিনিময়ে রাকিবুলকে তার পরিবারের কাছে ফেরত দিতে রাজি হয়। কিন্তু চক্রের লোকেরা সন্দেহ করায় পুলিশের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় অপরহরণকারী চক্রের অবস্থান জেনে নেয়। সোর্সের মাধ্যমে তাদের গতিবিধিও জেনে নেয়। সে অনুযায়ী মঙ্গলবার রাত সোয়া ১০টায় সদর থানা ও নন্দীগ্রাম থানা পুলিশ জেলা শহরের বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা উত্তরাঞ্চলের বিভিন্ন রুট থেকে আসা বগুড়াগামী প্রত্যেকটি বাসে তল্লাশি শুরু করেব। একপর্যায়ে রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে অপহৃত রাকিবুলকে উদ্ধার এবং চক্রের মূলহোতা সিয়ামকে আটক করা হয়। এসপি জানান, ঘরজামাইখ্যাত সিয়াম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার জয়ন্তপুর গ্রামের সাহেব আলীর ছেলে। প্রেস কনফারেন্সে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মুনিরা সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied