আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ফুলছড়িতে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

বুধবার, ২ মার্চ ২০১৬, রাত ০৮:২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমী হাইস্কুল মাঠে বুধবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস্-উল আলম হিরু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক নয়া মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ গাইবান্ধা সার্কিট হাউজে নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের জন্য সমঝোতা বৈঠকে বসেন।

এদিকে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের জন্য নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগের একাংশ পৃথক মঞ্চ তৈরী করে। দুটি স্থানে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে গত তিনদিন ধরে মাইকে প্রচারণা চালানো হয়। বুধবার সকাল ১০টায় কাউন্সিল শুরুর কথা থাকলেও কাউন্সিলের স্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলছড়ি কঞ্চিপাড়া এমইউ একাডেমি স্কুল মাঠে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত কাউন্সিলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেলা দেড়টার দিকে তারা সেখানে পৌছান।

ওই পরিস্থিতিকে কেন্দ্র করে গাইবান্ধা বালাসী সড়কের মদনেরপাড়া এলাকায় সকাল থেকে উপজেলা আ’লীগের দু’গ্র“প অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ জলকামানসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল।

মন্তব্য করুন


 

Link copied