আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

কোনো অপরাজনীতি মেনে নেব না : নাসিম

বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬, দুপুর ১২:৫৭

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বুধবার বিকেলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে যারা বিরোধিতা করে, তারা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু এবং দেশের শত্রু।’

প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছেন, সঠিকভাবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে সেবা দিবেন। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ কোনোপ্রকার সরকারি সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর দিবেন। আর এসব দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে বরদাস্ত করা হবে না।’

হঠাৎ সারাদেশে শিশুহত্যা বেড়ে যাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘তবুও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পার্শ্ববর্তী যে কোনো গণতান্ত্রিক দেশের চেয়ে ভাল।’

সভায় বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন ও মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রী।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শহীদ মো. সাদিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবু হেনা মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর আলী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র আশানুর বিশ্বাস, আব্দুল্লাহ পাঠান প্রমুখ।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied