আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

নীলফামারীর ৫ ইউনিয়নের উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহন চলছে

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬, দুপুর ১২:০৮

বিশেষ প্রতিনিধি,নীলফামারী ৩১ মার্চ॥   উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ন পরিবেশে নীলফামারী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। আজ বৃহ¯পতিবার(৩১মার্চ) সকাল ৮টা থেকে  ভোটগ্রহন শুরু হয়। যা চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়ন গুলো হলো চওড়া বড়গাছা-গোড়গ্রাম-পলাশবাড়ি-লক্ষ্মীচাপ ও পঞ্চপুকুর। ওই ৫ ইউনিয়নের বিভিন্ন  ভোটকেন্দ্রে বেলা সাড়ে  ১১টা পর্যন্ত ঘুরে দেখা যায় নারী ভোটারদের উপচেপড়া ভীড়। লক্ষ্মীচাপ পলাশবাড়ি ওই দুই ইউনিয়নে স্ট্রাকিং ফোর্সের প্রধান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। সকাল সোয়া ১১টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর যায়নি। চওড়া বড়গাছা ও গোড়গ্রাম ইউনিয়নের দায়িত্বে থাকা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ফখরুল আলম  ওই একই কথা জানালেন। অপর দিকে পঞ্চপুকুর ইউনিয়নে দায়িত্বের থাকা ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বললেন ভোটাররা দলে দলে এসে ভোট কেন্দ্র উপস্থিত হয়ে তাদের ভোট প্রদান করছে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহন চলছে।এই ৫ ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রকেই অধিক ঝুকিপূর্ন চিহিৃত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। তবে সাধারন ভোটাররা সকল শঙ্কাকে দুরে ঠেলে দিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাড়িয়ে তাদের ভোট প্রদান করতে দেখা যায়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহনে প্রশাসনের পক্ষে কঠোর নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভ্রাম্যমান টহলে রয়েছে ৯০ জন বিজিবি ও ৩০ জন র‌্যাব সদস্য। এ ছাড়া তিনজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে স্ট্রাকিং ফোর্স।২৭৭ জন পুলিশ সদস্য ও আনসার ভিডিপির ৪০৫ সদস্য নিরাপক্তার দায়িত্ব পালন করছে। জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে জেলা সদরের ওই ৫  ইউনিয়নে মোট ২৪ জন চেয়ারম্যান প্রার্থী ,১৫৯জন ওয়াড সাধারন সদস্য ও সংরক্ষিত আসনে ৪৫ জন প্রতিদ্বন্দিতা করছে।

মন্তব্য করুন


 

Link copied