বিজ্ঞপ্তি: রংপুরের সনামধন্য প্রতিষ্ঠান “রাজিব ফার্নিচার” এর স্বত্তাধিকারি মোহাম্মাদুন নবী রাজিব ও তার ছোট ভাই সাফিউল্লাহ রোমান গত ০৩-০২-১৬ ইং তারিখে নিজ উদ্দোগে ছোট্ট পরিশ্রম গুটি কয়েকজনকে নিয়ে রংপুরের প্রানকেন্দ্র ঠিকাদার পাড়ায় আইটি প্রতিষ্ঠান ” কোর্ডিয়াল আইটি ফার্ম ” তৈরী করেন।
বর্তমানে এর ছাত্রসংখ্যা ও কর্মী সংখ্যার পরিধি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আজ উক্ত প্রতিষ্ঠানের সাফল্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবাংলা ডট কম এর প্রকাশক মুরাদ মাহমুদ, রংপুর নগর সন্তান কমিটির সভাপতি সাঈদ আহমেদ নিশাদ।
আইটি ফার্মের স্বত্তাধীকারি রাজিব বলেন ” এই প্রতিষ্ঠানের ফলে বেকারদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বর্তমান প্রজন্ম। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখছে তারই ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। “
আইটি ফার্মের আরেক স্বত্তাধীকারি রোমান বলেন ” আমরা চাই রংপুরের সবাই প্রযুক্তি নির্ভর হয়ে উঠুক। আমাদের প্রথম উদ্দেশ্য বেকার সমস্যা দুরিকরন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। “