আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

তেঁতুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবার সর্বশান্ত

বুধবার, ১৩ এপ্রিল ২০১৬, সকাল ০৮:৪৫

 পঞ্চগড়  প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৫০টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া দমকল বাহিনীর সদস্যরা আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভজনপুরের ভদ্রেশ্বর গ্রামের সাইফুল ইসলামের খড়িঘরে রাখা খড়ের গাদা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রখর রোদের পাশাপশি বাতাস ছিল। পরে আগুন মুহূর্তেই চারপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৭টি পরিবারের প্রায় ৫০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে নগদ টাকা, ধান, চাল, গমসহ ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকসেদ আলী জানান, আগুনে ১৭টি পরিবারের প্রায় ৫০টি ঘর এবং ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে এক বান্ডিল করে ঢেউটিন দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied