আর্কাইভ  শনিবার ● ১৮ মে ২০২৪ ● ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৮ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা       লালমনিরহাটে তৈরি হলো দেশের প্রথম ‘টার্ন টেবিল’       রংপুরে পুকুর থেকে তিন এলএমজি ম্যাগজিন ও গুলি উদ্ধার       কালীগঞ্জে আগুনে পুড়লো ২৫টি দোকান কোটি টাকার ক্ষতি      

 width=
 

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন:সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকায় ৪১ প্রার্থীর প্রচারনায় সরগম এলাকা

শনিবার, ৪ মে ২০২৪, দুপুর ১২:৫৫

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলার ভোট গ্রহণ আগামী ২১ মে। সকল কার্যক্রম শেষে প্রতিদ্বন্দী প্রার্থীরা বৃহস্পতিবার (২ মে) প্রতীক বরাদ্দ পেয়ে পথ সভা মাইকযোগে প্রচারনায় মাঠে নেমে পড়েছেন। ওই তিন উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন। 
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেন ৪৫ জন। ২৩ এপ্রিল যাচাই-বাছাই-এ চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে একজন প্রার্থীতা ফিরে পান। গত ৩০ এপ্রিল মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, দ্বিতীয় ধাপের ঘোষিত নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলায় বৃহস্পতিবার ৪১ জন প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

সৈয়দপুর উপজেলাঃ- এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, আওয়ামীলীগের ২ জন, জাতীয় পার্টির ১ জন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) ১ জন। তারা হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার (দোয়াত-কলম), খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন(আনারস), উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ(টেলিফোন), পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন (মোটরসাইকেল), জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল দিদার(ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন, মোহাম্মদ মহসীন (চশমা), শেখ আব্দুল্লাহ (তালা) ও মো. আনোয়ারুল ইসলাম(টিউবওয়েল)। 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী(পদ্ম ফুল), সুমিত্রা রানী (কলস) ও মোস্তাফিজা হোসেন (প্রজাপতি)। 

কিশোরীগঞ্জ উপজেলাঃ এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৫জন ও জাতীয় পার্টির ১ জন রয়েছেন। এছাড়া নির্দলীয় রয়েছেন একজন। তারা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান (মোটরসাইকেল), যুগ্ম সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায় (চিংড়ি মাছ), উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. তাসহান লেলিন(দোয়াত-কলম), জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. রশিদুল ইসলাম (ঘোড়া)। নির্দলীয় বিপ্লব কুমার সরকার (হেলিকপ্টার)।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন হলেন, মো. বরকত-ই খুদা (উড়োজাহাজ), মো. মাহুবুবর রহমান (টিউবওয়ের), মো. মোজাহার হোসেন (টিয়া পাখি), মো. মোজাহিদ ইসলাম সুরুজ (বই), মো. যাদু মিয়া (তালা), মো. সিদ্দিকুর আলম (মাইক) ও ভুবন চন্দ্র মোহন্ত (চশমা)।  
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন, শিল্পী রানী রায় (সেলাই মেশিন), পল্লবী রানী রায় (প্রজাপতি), বীনা রানী রায় (কলস), স্বপ্না খাতুন (ফুটবল) ও মোছা রোকসানা পারভীন (হাঁস)। 

জলঢাকা উপজেলাঃ এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩জন ও জাসদ (ইনু) ১ জন রয়েছেন। তারা হলেন, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু (ঘোড়া) ও উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিস (মোটরসাইকেল)। 
ভাইস চেয়ারম্যান ৩ জন হলেন, মো. নুর আলম (তালা), মো. শাহীনুর ইসলাম (টিউবওয়েল) ও মো. মনোয়ার হোসেন (চশমা)। 
মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম (ফুটবল), অনিতা রানী (কলস), মোছাঃ রাহেনা বেগম (প্রজাপতি) ও মোছাঃ মাছুমা কিবরিয়া সিমা (হাঁস)। 

মন্তব্য করুন


 

Link copied