আর্কাইভ  সোমবার ● ১৩ মে ২০২৪ ● ৩০ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ১৩ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীর ডোমার পৌর আওয়ামী লীগের সেক্রেটারী গ্রেপ্তার       নীলফামারীর একটি প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী পাস করেনি এসএসসিতে        ৪ দশমিক ৮৯ পেয়ে উত্তীর্ণ, জিপিএ ৫ না পাওয়ায় নীলফামারীতে আত্মহত্যা ছাত্রের       রংপুরে কিশোর গ্যাংয়ের মূলহোতা মেরাজ গ্রেফতার       দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশ করেনি চারটি বিদ্যালয়ের কোন  শিক্ষার্থী      

 width=
 

রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, বিকাল ০৬:০০

রংপুর ও কাউনিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার: সূর্যের  দাবদাহ থেকে রক্ষা পেতে  রংপুর  ও কাউনিয়ায়   বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে আল্লাহর নিকট মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মানু।  
বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  সাড়ে দশটার দিকে  উপজেলার কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে খোলা আকাশের নিচে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন  আল আকসা আইডিয়াল  মাদ্রাসার পরিচালক  মাওলানা মো:শফিউল আজম।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে কাউনিয়া সহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন–এটাই প্রার্থনা।
এদিক বৃষ্টির প্রত্যাশায় রংপুরে ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর জুম্পাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইকবাল হোসেন।

নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তারা।

ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন।

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় 
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। 
 
বুধবার (২৫ এপ্রিল) সকালে পৌরশহরের মাদরাসা পাড়া ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়৷ 
 
নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। নামাজ শেষে মোনাজাত করেন মাদরাসটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। 
 
শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে জেলার মানুষকে। তাপপ্রবাহের কারনে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মাঠে কাজ করা দূর্বিষহ হয়ে পড়েছে কৃষকদের। হাসপাতালে বেড়েছে শিশু-বৃদ্ধ রোগীর সংখ্যা৷ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা। 
 
নামাজ আদায় করতে আসা ব্যবসায়ি রফিকুল ইসলাম বলেন, কাজের জন্য বাইরে বের হওয়া কঠি হয়ে দাড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায়না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা। আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে গিয়েছে। বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে। 
 
সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন।
 
কালীগঞ্জে প্রচন্ড দাবদাহ থেকে বাচঁতে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

লালমনিরহাট প্রতিনিধি।। প্রচন্ড দাবদাহ থেকে বাচঁতে এবং বৃষ্টির প্রত্যাশা করে লালমনিরহাটের কালীগঞ্জে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত "সালাতুল ইস্তিখার" নামাজ আদায় করেছে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিগণ। এসময় মুসল্লিরা বৃষ্টির জন্য ঘন্টাব্যাপী অঝোরে কাঁদলেন। "সালাতুল ইস্তিখার" নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশত মুসল্লি নামাজে অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই "সালাতুল ইস্তিখার" নামাজের আয়োজন করা হয়।

দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় পুড়তে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, জমিতে রস না থাকায় গাছপালাসহ প্রাণীকুল কষ্টে আছে। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এই বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লিগন অংশগ্রহণ করে।

এ সময় প্রচন্ড গরম, তীব্রতাপ প্রবাহ ও খড়া থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্ট কর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে ঘন্টাব্যাপী দোয়া করছেন তারা। এ সময় ক্ষমা প্রার্থনা করেমোনাজাতে অংশ নেয়া অসংখ্য মুসল্লিগণবৃষ্টির জন্য কেঁদে বুক ভাসান মহান সৃষ্টিকর্তার নিকট  এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

নামাজ আদায় করতে আসা মুসল্লি আব্দুস সামাদ বলেন, বৃষ্টি না হওয়ায় ইতিমধ্যে মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেতআল্লাহ যেন বৃষ্টি দেন তাই এই নামাজ পড়েছি।

তুষভান্ডার বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: নুর ইসলাম বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল।সে কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

বিশেষ নামাজে মোনাজাত পরিচালনাকারী কালীগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম বলেন, আমাদের বর্তমান যে সমাজের অবস্থা। তীব্র খড়ার কারণে সমাজে দাবদাহ সৃষ্টি হয়ছে। ফলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। শুধু তাই না তীব্র তাপদহের কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।
 
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
শাহ্ আম শাহী,দিনাজপুর: তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে  ইস্তিস্কার নামাজ ।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়ে।  এ নামাজে অসংখ্য মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন, দিনাজপুর স্টেশন আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা মো: আবু বক্কর সিদ্দিক।
উত্তপ্ত রোদ ও প্রচন্ড তাপাবাহের মাঝেই দু'রাকাত বিশেষ নামাজ শেষে মুসল্লিগণ উল্টো দিকে দু'হাত আসমানের দিকে তুলে অশ্রুসিক্ত চোখে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। সকল প্রকার গুনাহ মাফসহ রাব্বুল আলামিনের রহমত কামনায় বৃষ্টির জন্য দু'হাত তুলে ফরিয়াদ করেন ।
এ জেলায় বিগত দুই মৌসুমের রেকর্ড ভেঙ্গে এবার তাপমাত্রা বেড়েছে । গেল ২৪ ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গেল চলতি মৌসুমে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তবে, দিনাজপুরে সকালে সূর্য ওঠার সাথে সাথে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাত হলে তামপাত্রা কমতে শুরু করে। হালকা বাতাসের মাঝে ঠান্ডা অনুভুত হয় বলে জানিয়েছেন, দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন । তাপমাত্রা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
প্রচন্ড তাপ্রবাহে বিপাকে পড়েছে,মানুষ ও,প্রাণিকুল। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ পড়েছেন,চরম ভোগান্তিতে। বেড়ে তাপদাহ জনিত রোগ-বালাই। আম-লিচুসহ মৌসুমি ফলমূল ও ফসলী শষ্যের ক্ষতি হচ্ছে।

ফুলবাড়ীতে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লীরা

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী ( কুড়িগ্রাম): প্রখর রোদ, প্রচন্ড তাপদাহ এবং লাগাতার খরা থেকে বাঁচতে এক পশলা বৃষ্টির আবেদন জানাতে দুই রাকাত ইস্তিসকার বিশেষ নামাজ আদায় করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা।

 আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক ধর্মপ্রান মুসল্লী সমবেত হয়ে এ বিশেষ নামাজে আদায় করেন। 

নামাজের সময় মুসল্লীরা পড়নের পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন এবং হাত উল্টো করে মোনাজাত করেন। প্রখর রোদ্রের মধ্যে মোনাজাত করার সময় মুসল্লীদের শরীর ঘামে ভিজে যায়। কান্না জড়িত কন্ঠে তারা ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের নিমিত্তে রাব্বুল আলামীনের নিকট বৃষ্টির জন্য ফরিয়াদ জানান। এসময় মুসল্লীদের মাবুদ মাবুদ চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। 

মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী কাচারী মাঠ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। 

মন্তব্য করুন


 

Link copied