স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মিথ্যে অভিযোগ তুলে মব তৈরীর পায়তারার মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরে অবাঙ্গালি (বিহারী) দুই নম্বর ক্যাম্প থেকে বাসিন্দাদের উচ্ছেদ, ক্যাম্পে অগ্নিসংযোগ ও ক্যাম্পের মেয়েদের ধর্ষণের হুমকি, ক্যাম্পের নিরীহ মানুষদের উপর বারবার হামলা প্রতিবাদে ও অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই ক্যাম্পের শতশত নারী পুরুষ শিশুরা। শনিবার(১৯ জুলাই) বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে দুইঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, অবাঙ্গালি ২ নম্বর ক্যাম্পের সভাপতি হামিদা বেগম, ভুক্তভোগী বাবু, বকুল, নিসার, জীবন, তামান্না, পারভীন সহ অনেকে।
অবাঙ্গালি ২নম্বর ক্যাম্পের সভাপতি হামিদা বেগম তার বক্তব্যে বলেন, যখন থেকে আমাদের ক্যাম্পে আগুন লাগানোর হুমকি দিয়েছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মা-বোনদের ধর্ষনের হুমকি দিয়েছে। আমাদের অনেক গরীব মেয়েরা দিন মজুরি করতে বাইরে যায়, অনেকে মেধাবী মেয়েরা স্কুল-কলেজে যায়। হুমকিকে তারা আতংকিত হয়ে পড়েছে। আমরা এর বিচার চাই।
অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন, আমরা জানি জামায়াতে ইসলামী একটি সুশৃংখল দল। কিন্তু কয়েকমাস ধরে সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আশিফ হোসেন শুভ যেভাবে ত্রাস, আগুন ও ধর্ষনের হুমকি দিচ্ছে এতে জামায়াতে ইসলামী ইমেজ নষ্ট হচ্ছে। বক্তাদের অভিযোগ কিছুদিন আগেও আমাদের ক্যাম্পের আয়ান নামে নিরীহ এক তরুনকে রাতে সৈয়দপুর প্লাজার কর্মরত একটি দোকান থেকে ধরে নিয়ে গিয়ে বেদম প্রহার করে জখম করেছে। সে এখন রংপুরে চিকিৎসাধীন। এমন কি ক্যাম্পের বকুল বেগমসহ কয়েকজনকে আটকে রেখে ভয়াবহ নির্যাতন করে রাস্তায় ফেলে দেয়। এতে বকুল বেগমের হাত ভেঙ্গে যায়। পরে তারা উল্টো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপর নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে মব সৃষ্টির পায়তারা করে। বক্তারা অভিযোগ তুলে বলেন, দুইদিন আগেও ২ নম্বর ক্যাম্পে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ক্যাম্পে হামলা করে। এতে ক্যাম্পবাসী একজনকে আটক করলে সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আশিফ হোসেন শুভ এসে সন্ত্রাসীদের ছাড়িয়ে নিয়ে যায় এবং প্রকাশ্যে ক্যাম্পে আগুন লাগানো ও অত্র ক্যাম্পের মা-বোনদের ধরে এনে শাড়ি কাপড় খুলে রাস্তায় মারার হুমকি দিয়ে যান। বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর আমিরের কাছে এই বখাটে শুভর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবী করেন। তারা বলেন, সৈয়দপুরের ২২টি ক্যাম্পের সব অবাঙ্গালি ক্যাম্পবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
তবে এ বিষয়ে সৈয়দপুর ২নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আশিফ হোসেন শুভ এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ঢাকায় দলীয় সমাবেশে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।