আর্কাইভ  রবিবার ● ২০ জুলাই ২০২৫ ● ৫ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২০ জুলাই ২০২৫
২০ জুলাই: কারফিউ ভেঙে বিক্ষোভ, শাটডাউন প্রত্যাহারের ‘গুজব’, সমন্বয়কদের প্রত্যাখ্যান

ফিরে দেখা জুলাই বিপ্লব
২০ জুলাই: কারফিউ ভেঙে বিক্ষোভ, শাটডাউন প্রত্যাহারের ‘গুজব’, সমন্বয়কদের প্রত্যাখ্যান

জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

আজকের এই দিনে রংপুরে শহীদ হয়েছিলেন ৪ জন

ফিরে দেখা জুলাই বিপ্লব
আজকের এই দিনে রংপুরে শহীদ হয়েছিলেন ৪ জন

রংপুরের সাবেক এসি ইমরান “ তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা “

৫ আগস্টের পর 'আত্মগোপনে' চলে যায়
রংপুরের সাবেক এসি ইমরান “ তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা “

বর্ষায় বেড়াতে গেলে

রবিবার, ২০ জুলাই ২০২৫, দুপুর ১১:০৯

Advertisement

নিউজ ডেস্ক: বর্ষাকালে বেড়াতে যাওয়ার সময় কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। বর্ষাকালের ভ্রমণ বেশি উপভোগ্য হলেও কষ্টও রয়েছে।

কারণ এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি থাকে অসুখ-বিসুখের ভয়ও।

তাই বর্ষায় বেড়াতে গেলে এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন-

কাপড়: বর্ষায় বেড়াতে বের হওয়ার আগে পর্যাপ্ত কাপড় সঙ্গে নিন। ভেজা কাপড় কিন্তু ত্বকের সংক্রমণ দ্রুত ছড়ায়। তাই শুকনো কাপড় সঙ্গে রাখুন। যেন কোনো কাপড় ভিজে গেলেও দ্রুত পরিবর্তন করে নেওয়া যায়।

রেইনকোট ও ছাতা: বাইরে বের হলে সঙ্গে ছাতা-রেইনকোট রাখুন। বৃষ্টি থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে চলুন। কারণ হঠাৎ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে।

পানির বোতল: ভ্রমণে গেলে সঙ্গে রাখুন পর্যাপ্ত পানির বোতল। এসময় কিন্তু গরমকালের মতোই ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকে। একটানা দীর্ঘ ভ্রমণ করলে ঘেমে যাওয়ার কারণে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। তাই পর্যাপ্ত পানি ও শুকনো খাবার সঙ্গে নিন।

টিস্যু পেপার: বিভিন্ন জিনিস পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য সঙ্গে রাখুন টিস্যু পেপার। সেইসঙ্গে রাখুন সুতির নরম কাপড়। ক্যামেরার লেন্স ও ত্বক পরিষ্কারের কাজে এগুলো ব্যবহার করা যাবে।

ওয়াটার প্রুফড ব্যাগ: ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই ওয়াটার প্রুফড ব্যাগ নিন। লাগেজ কিনতে চাইলে সেটি ওয়াটার প্রুফড কিনা তা যাচাই করে নিন। এতে বৃষ্টির মধ্যেও লাগেজ ভিজবে না।

ওষুধপত্র: যাদের হাঁপানি, অ্যালার্জি বা ঠান্ডাজনিত সমস্যা আছে, তারা বর্ষাকালে বাইরে গেলে হঠাৎ ভিজে যাওয়ার কারণে সমস্যা বাড়তে পারে। তাই দরকারি ওষুধ, ইনহেলার কিংবা অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ওরাল স্যালাইন সঙ্গে রাখুন।

স্লিপ রোধক জুতা: বর্ষায় রাস্তা পিচ্ছিল থাকে। তাই ফ্যাশনেবল জুতা নয়, বরং খাজযুক্ত স্যান্ডেল বা রেইন বুট পরে বের হন। এতে ফেরা পথে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যাওয়ার ভয় কমে যায়।

মন্তব্য করুন


Link copied