স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) অনুসন্ধান ও তদন্ত -২ মো. মোতাহার হোসেন বলেন, দেশে বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। তাই দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন থেকে মানসিকতায় নৈতিকতা ও সততা দৃঢ়ভাবে লালন করার জন্য নিয়মিত সততা শিক্ষা ও চর্চা প্রয়োজন। আর এ জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষা লক্ষ্যে বিক্রেতাবিহীন সততা স্টোর পরিচালনার উদ্যোগ গ্রহন করে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সততা চর্চায় উদ্ধুদ্ধ করায় সততা স্টেরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শ গঠনে দৃষ্টান্ত সৃষ্টি করবে। তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে এই সততা স্টোরগুলো করা হয়। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও অবদান রাখবে বলে জানান তিনি।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নুরুল হক, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. শাওন মিয়া, সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম, উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (উদুপ্রক) সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারী অধ্যাপক এরশাদ আলী মন্ডল, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রদর্শক কাজী মো. আজিজ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, সিনিয়ন শিক্ষক মো. আব্দুল আউয়ালসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধণ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) অনুসন্ধান ও তদন্ত -২ মো. মোতাহার হোসেন।