দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে (১৩) কে যৌন নির্যাতনের দায়ে স্বপন চন্দ্র সরকার (৩০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই মেয়ের ভিখারী মা শ্রীমতি নমিতা নবাবগঞ্জ থানায় সোমবার মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলী মুর্তজা জানায়, উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত কালিপদ সরকারের বিধবা স্ত্রী শ্রীমতি নমিতা তার ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়িতে একা রেখে ভিক্ষা করতে বেরিয়ে যায়। এ সুযোগে একই গ্রামের ভগ্নিপতি সুভাষ চন্দ্রের বাড়িতে বেড়াতে আসা উপজেলার ভোটারপাড়া গ্রামের বাবু সরকারের বখাটে ছেলে স্বপন চন্দ্র নমিতার বাড়িতে তার মেয়েকে একা পেয়ে যৌন হয়রানি করে। এ সময় ওই মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বপন চন্দ্র পালিয়ে যায়।
পরে স্থানীয়রা স্বপনকে আটক করে নবাবগঞ্জ থানায় সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।