আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

গাইবান্ধায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সোমবার, ৩ জুন ২০১৩, রাত ১০:৩৭

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ৮২জন দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক চেয়ার বিতরণ করেন।‘কর্মীর হাত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমেরিকার ফ্রি হুইল চেয়ার মিশন’ ব্যানারে এসব চেয়ার বিতরণ করেন।সংগঠনের সভাপতি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, সহ-সভাপতি আব্দুল হক চৌধুরী, আমিনুল ইসলাম খোকন, আব্দুল মাজেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সদস্য মোফাজ্জল হোসেন খন্দকার, মোস্তাফিজুর রহমান ও ফজলুল করিম প্রমুখ। এ বছর গাইবান্ধা জেলায় ৫শ’ ও সাভার ট্রাজেডিতে গার্মেন্টস কর্মীদের জন্য দুইশ সহ দেশের ২২টি জেলায় এক হাজার ৬শ’ ৫০টি হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ‘কর্মীর হাত’ সংগঠনটি ২০০৬ সাল থেকে গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১১ হাজার ৫৫০টি হুইল চেয়ার বিতরণ করেছে।

মন্তব্য করুন


 

Link copied