Templates by BIGtheme NET
আজ- সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ :: ১১ কার্তিক ১৪২৭ :: সময়- ৯ : ১৬ অপরাহ্ন
Home / নীলফামারী / দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে-

দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে-

1. Photo Nilphamari 06.06.2013ইনজামাম-উল-হক, নীলফামারী ৬ জুন॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জমান নুর বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগানো গেলে তারা দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের এক সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সনাকের জেলা সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম মাহফুজুল হক, পুলিশ সুপার আলমগীর রহমান ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মমতাজুল হক।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধনা প্রাপ্তসহ উপস্থিত সবাইকে দুর্নীতি না করার শপথ বাক্য পাঠ করান সাংসদ নুর। সবশেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন সংসদ সদস্যসহ অন্যান্য অতিথিরা। সদর উপজেলার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৭৪ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেয়া হয়।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful