Templates by BIGtheme NET
আজ- শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ :: ২১ অগ্রহায়ণ ১৪২৭ :: সময়- ১১ : ৩৩ পুর্বাহ্ন
Home / আলোচিত / জাসদ সভাপতি ইনুর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে রংপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ

জাসদ সভাপতি ইনুর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে রংপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ

JASODমহানগর প্রতিনিধি: জাসদ সভাপতি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় বোমা হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসদ।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাসদ গলির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। মিছিল চলাকালে জাসদের বিক্ষুব্ধ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে কর্মসূচী সমাপ্ত হয়। এতে জাসদ ও এর সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা ও রংপুর জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড রফিকুল ইসলাম মুকুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, যুব জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, মহানগর জাসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রমুখ। বক্তার মাননীয় তথ্য মন্ত্রী ও জাসদের সভাপতি জননেতা হাসানুল হক ইনুর বাসায় বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা-বোমাবাজি করে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার বাঁধাগ্রস্ত করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির যে ঐক্যের ডাক দিয়ে আসছে জাসদ সেটাই জাসদ ও জাসদের সভাপতির উপরে ঐ অপশক্তির প্রধান ক্ষোভ, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই ন্যক্কার জনক বোমা হামলার মধ্য দিয়ে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, পরবর্তীতে এমন ঘটনা ঘটলে জাসদ দেশের জনগণকে সাথে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দেবে। এছাড়া সমাবেশ থেকে অবিলম্বের বোমা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়।

এদিকে যুক্ত বিবৃতিতে জাসদ সভাপতির বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর জেলা জাসদ সভাপতি ডাঃ একরামুল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা ও সাংগঠনিক সম্পাদক মাসুদ নবী মুন্না এক । এমন ন্যাকারজনক হামলার ঘটনাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হিসেবে আখ্যায়িত করে জাসদ নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন।

অনুরূপ বিবৃতিতে প্রদান করেছেন মহানগর জাসদ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ আনোয়ার শুভ, যুব জোটের কেন্দ্রীয় সহ সভাপতি আক্তারুজ্জামান মওলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, জেলা যুব জোট সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজুন্নবী মিলন।

এদিকে জাসদ সভাপতির বাসায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাগঞ্জ উপজেলা জাসদ। রোববার সন্ধ্যায় উপজেলা জাসদ সভাপতি ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনের নেতৃত্বের একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে মিঠাপুকুর উপজেলা জাসদ। রোববার বিকালে উপজেলা জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা জাসদ নেতা মুশফিকুর রহমান মুশকি, বুলবুল, লিটন, জগদীশ রায় প্রমুখ।

এছাড়াও একই ঘটনায় পীরগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা জাসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful