ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ আগষ্ট॥ এক সময় যে সিনেমা হল গুলোতে দর্শকদের উপচে ভরা ভিড় ছিল। সে সব সিনেমা হল আজ অস্তিত্ব হারিয়ে ফেলছে। সিনেমা হল গুলোতে দর্শক বিমুকতার কারণে নীলফামারীর ২৪টি সিনেমা হলের মধ্যে ২৩টি বন্ধ হয়ে গেছে । শুধুমাত্র সৈয়দপুরে তামান্না নামের একটি সিনেমা হল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে । বর্তমান সময়ের মোবাইল, কম্পিউটার, সিডি ও ডিসের দাপটে কুপোকাত হতে বাধ্য হয়েছে এসব সিনেমা হলগুলো। এ ছাড়া নিজস্ব জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটেও সিনেমা হল বন্ধের প্রধান কারন হিসাবে অনেকে মনে করছেন।
আজ রবিবার জেলা প্রশাসনের স্থানীয় শাখায় খোঁজ নিয়ে জানা যায়, জেলার ২৪টি সিনেমা হলের মধ্যে একটি সিনেমা হল লাইসেন্স নবায়ন করে চলছে। বাকী ২৩টি বন্ধ হয়ে যাওয়ায় তারা লাইসেন্স নবায়ন করেনি।
জেলার বন্ধ হয়ে যাওয়া ২৩টি সিনেমা হলের মধ্যে রয়েছে চিলাহাটির ২টি (আনন্দ ও মুন), ভাউলাগঞ্জে ১টি (তৃপ্তি), জলঢাকায় ২টি (জনতা ও মিলন), ডিমলায় ৩টি (বান্ধবী, রোকসানা ও সীমা), ডোমারে ৩টি (কণিকা, মায়া ও মিলন), কিশোরীগঞ্জে ৪টি (বাবু, অনামিকা, আশা ও বলাকা), নীলফামারীতে ২টি (মমতাজ ও দিপালী), টেঙ্গনমারীতে ৩টি (আশা, চন্দন ও আনন্দ) এবং সৈয়দপুরে ৩টি (গ্যারিসন, বিজলী ও লিবার্টি)।