
ছবি- রণজিত দাস
স্টাফ রিপোর্টার: সুদূর চট্টগ্রাম থেকে রংপুরে এসেছে বর্ষা রানি। ঘর বাঁধবেন রাজার ভাই বাদশার সঙ্গে। রাজাও ঘর বাঁধবেন চট্টগ্রামে বর্ষা রানির বোন ঝর্ণার সঙ্গে। তবে তা ক’দিন পরে। এই ঘর বাঁধার বিষয়টি কোনো মানব-মানবীর নয়। এটি হচ্ছে রংপুর চিড়িয়াখানার সিংহ শাবকের গল্প।
সোমবার বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এসেছে প্রায় দু’বছর বয়সী মেয়ে সিংহ বর্ষা রানি। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগেছিল রংপুর চিড়িয়াখানায়।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাবা-মা মারা যাওয়ার পর থেকে রংপুর চিড়িয়াখানায় প্রায় আড়াই বছর থেকে রাজা ও বাদশা নামে দুই সিংহ শাবক রয়েছে। তাদের কোনো মেয়ে সঙ্গী ছিল না। অপরদিকে চট্টগ্রাম চিড়িয়াখানাতেও বর্ষা ও ঝর্ণা রানি নামে প্রায় দু’বছর বয়সী মেয়ে সিংহ ছিল। তাদেরও কোনো পুরুষ সঙ্গী ছিল না। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জানানো হলে তারা সিদ্ধান্ত নেয় দুই চিড়িয়াখানার ছেলে-মেয়ে সিংহ বিনিময় করার।
মন্ত্রণালয়ের সিন্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে মেয়ে সিংহ বর্ষা রানিকে রংপুরে আনা হয়। বর্ষা রানি এখন থেকে বাদশার সঙ্গে থাকবেন। একইভাবে কদিন পর রংপুর থেকে রাজা নামের সিংহ শাবকটি চট্টগ্রামের চিড়িয়াখানায় চলে যাবে। দু’ভাই দু’বোন এখন থেকে পৃথকভাবে সংসার পাতবেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষও আশা করছেন, এই দুই জুটির সিংহ খুব দ্রুতই তাদের আগামী বংশধর জন্ম দেবে।
রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. মোশারফ হোসেন জানান, বর্ষা রানির আগমন উপলক্ষে সোমবার সকাল থেকেই বিপুল পরিমাণ দর্শনার্থী অপেক্ষা করছিল। বিকেল সাড়ে ৪টার দিকে বর্ষা রানি রংপুরে এলে উৎসুক মানুষের কৌতূহল মিটে।