আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা

সোমবার, ২৯ আগস্ট ২০১৬, রাত ১১:৪০

 ডেস্ক: ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশীপের বাছাইপের্ব নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ ব্যবধানে হারানোর পর আজ  সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছে মার্জিয়ারা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের মাত্র সাত মিনিটে সহজ সুযোগ মিস করেন ফরোয়ার্ড সিরাত জাহান শম্পা। তবে, ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডানদিক থেকে ফরোয়ার্ড সানজিদা আখতারের ক্রস থেকে হেড করে সিঙ্গাপুরের জালে বল জড়ান কৃষ্ণা রাণী। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় স্বাগতিক দলের মেয়েরা। ৪৭ মিনিটে বামদিক থেকে মার্জিয়ার করা ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী। এরপর ম্যাচে ফেরার জন্য চেষ্টা করছিলো সিঙ্গাপুরের মেয়েরা। কিন্তু বাংলাদেশের মেয়েদের গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের সাথে তারা পেরে ওঠেনি। ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান ৩-০ করেন অংচিং মোগিনি। তহুরার ডান পায়ের শট সামলাতে পারেননি সিঙ্গাপুরের গোলরক্ষক। তার হাত ফসকে বল পড়তেই তা থেকে গোল করতে ভুল করেননি মোগিনি। ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন মৌসুমী। আর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোল করেন মোগিনি। ফলে, ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। এখান থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা মূল পর্বে খেলবে। আগামী ৩১ আগস্ট সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন


 

Link copied