রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি॥ “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। “এই শ্লোগানটি বাস্তবায়িত করতে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নীলফামারীর জলঢাকা দুন্দিবাড়ী গ্রামটি বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দুন্দিবাড়ী পাগলাটারী এলাকায় এক উদ্বোধনী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আমার নেত্রীর স্বপ্ন দেশের কোন গ্রাম অন্ধকার থাকবেনা। সব গ্রামই আলোকিত হবে। সে ল্যই বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে জলঢাকার সব গ্রাম আলোকিত করা হচ্ছে।
জলঢাকা উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিপবিসের জেনারেল ম্যানেজার এস.এম হাসানাত হাসান, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব মশিউর রহমান বাবু, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিক নেতা জসিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা অধ্য এ.কে আজাদ প্রমুখ।