আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

নীলফামারী জুড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬, বিকাল ০৭:৩৯

nil-pic-s-2ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ সেপ্টেম্বরআজ বৃহস্পতিবার সকালে জেলার প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। nil-pic-s-3অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক, নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নুর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, উপ আনুষ্ঠানিক ব্যুরো নীলফামারীর সহকারী পরিচালক আলী নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। s-pur-pic-sতোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিআজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে “অতীতকে জানবো, আগামীকে গড়বো ” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদার রহমান মাসুদ, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা প্রধান ও সাংবাদিক এম ওমর ফারুক প্রমূখ। সম্পূর্ণ আলোচনা সভাটি উপস্থাপনা করেন শহরের রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মকুল। এর আগে উপজেলা পরিষদ থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়। dimla-pic-sজাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিনীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে “অতীতকে জানবো, আগামিকে গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিকিক্ষা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় সাধারন স্ব-স্ব জনগন অংশগ্রহনে একটি বণ্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এম বুলবুল আহম্মেদ বুলু, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা টেকনিক্যাল এ্যান্ড বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর হানিফ সরকার, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব চৌধুরী, ডিমলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু সোলায়মান আলী, ডিমলা উচ্চ বিদ্যালয়েল প্রদান শিক্ষক লুৎফর রহমান, বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেবু, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সারওয়ার জাহান সোহাগ ও জুয়েল রানা প্রমুখ। jol-pic-rরনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি॥ ‘‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকা আহছানিয়া মিশন ও পান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উদ জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন


 

Link copied