স্টাফ রিপোর্টার॥ গৌরবদীপ্ত রংপুর জিলা স্কুলের প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের সম্মিলিত পুনর্মিলনের দু’দিনব্যাপী অনুষ্ঠান আগামী বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
পবিত্র ঈদুল আযহার পরদিন ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠান মালায় থাকছে কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ, শোক প্রস্তাব ও নীরবতা পালন, সম্মাননা প্রদান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রাক্তন শিক্ষক কর্মচারীদের শুভেচ্ছা বক্তব্য, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দ্বিতীয় দিন ১৫ সেপ্টেম্বর ব্যাচ ভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উক্ত পুনর্মিলন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য উদযাপন কমিটির আহবায়ক ডাঃ জাবেদ আখতার আহবান জানিয়েছেন।
এছাড়াও র্যাফেল ড্র, ঘোষণাপত্র পাঠ, ফানুস ও কনসার্ট কর্মসূচীর অন্তর্ভুক্ত রয়েছে।