আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

সৈয়দপুরে রেলওয়ের মূল্যবান গাছ কর্তনের অভিযোগ

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬, বিকাল ০৫:২৩

সৈয়দপুর শহরের রেলওয়ে বাজারে থাকা বিশাল একটি কড়াই গাছ মাত্র ৫৬ হাজার টাকায় নিলামের নামে বিক্রির অভিযোগ উঠেছে। রেলওয়ের জায়গায় অবস্থিত শতবর্ষী এই গাছটি কাটা নিয়ে শহরে নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সৈয়দপুর শহরের মুড়িহাটিতে রেলওয়ের জায়গায় অবস্থিত গাছটি নিলামে তোলে সৈয়দপুর পৌরসভা। পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, রেলওয়ের ২৫ একর স¤পতি সৈয়দপুর পৌরসভার অধীনে থাকায় গাছটি নিলামে তোলেন তারা। এটি কিনেছে স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপ। পরে তাদের কাছ থেকে  এক পলিথিন ব্যবসায়ী গাছটি কিনে কেটে নিয়েছেন। এলাকাবাসী জানায়, গতকাল বৃহম্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে মূল্যবান গাছটি কেটে নেয়া হয়। কিন্তু তারা নিলামের কোন কাগজ দেখাতে পারেনি। এলাকাবাসীর মতে বিশাল কড়াই গাছটির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা হতো। কিন্তু এটি মাত্র ৫৬ হাজার টাকা নিলামে দেখিয়ে গোপনে বিক্রি দেখানো হলো। এ ব্যাপারে রেলওয়ের রাজশাহীর ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ সাংবদিকদের জানান, রেলওয়ের গাছ কাটার অধিকার পৌরসভার নেই। সৈয়দপুরে রেলওয়ের জায়গা ও গাছ দেখভাল করেন রেলওয়ের আইডবিউ বিভাগ। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied