আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলতি আক্রমণ ৫ কিশোর আহত

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬, রাত ১১:১৪

বিএসএফ’র ওই আক্রমণের শিকার হচ্ছেন সীমান্ত ঘেষা মানুষ। গরু ব্যবসায়ির মতো সাধারণ নিরীহ মানুষও রেহাই পাচ্ছে না বিএসএফ’র ওই আক্রমণ থেকে। বিএসএফ’র গুলতি আক্রমণে পাথরের টুকরোর আঘাতে সীমান্ত ঘেষা মানুষের মাথা চোখসহ সারা শরীরে ক্ষতের সৃষ্টি হচ্ছে।

বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিএসএফ’র গুলিতে আক্রমণে ৫জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের আনন্দে বাংলাদেশি ছেলেমেয়েরা রৌমারীর ধর্মপুর সীমান্তে কাঁটাতারে বেড়ার কাছে ছবি বা সেলফি তুলতে জড়ো হয় প্রায় শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থী। ভারতের গাড়ো পাহাড় ঘেষা ওই সীমান্তে সুন্দর মনোরম পরিবেশ হওয়ার কারনে শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করতে গিয়েছিল। তাদের আনন্দ উপভোগে বাধ সাজেন ভারতের দ্বীপচর বিএসএফ’ ক্যাম্পের জোয়ানরা। বাংলাদেশিদের লক্ষ করে গুলতি আক্রমণ চালায়। এতে আনিছুর রহমান (১৩), একরামুল হক (১৭), ময়নাল হোসেন (১৪), আরিফুল হক (১৬), মিজানুর রহমান (১৫) আহত হয়েছে। এদের সবার মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত দের বাড়ি বাইটকামারী গ্রামে।সীমান্ত সংক্রন্ত বিষয় হওয়ায় ভয়ে ত্রবিষয়ে কেউ কোন অভিযোগ করে নি।

সীমান্তের মানুষজন জানান, বিএসএফ জোয়ানরা মাঝে মাঝেই ওই আক্রমণ করে বসে। গুলতি মানে বিশেষ ধরণের বাটুল। পাথরের ছোট ছোট টুকরো দিয়ে ওই আক্রমণ চালানো হয়। তীর ছোড়ার মতো ওই বাটুল দিয়ে আমাদের দেশের শিশুরা পাখি শিকার করে থাকে। বিএসএফ’র ওই আক্রমণে কারো চোখে আঘাত লাগলে চিরদিনের জন্য চোখ নষ্ট বা অন্ধ হয়ে যেতে পারে।

আজ শুক্রবার এ প্রসঙ্গে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, বিএসএফ’র ওই আক্রণের কথা আমরাও শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিএসএফ’র সাথে বিষয়টি নিয়ে কথা বলব।

মন্তব্য করুন


 

Link copied