স্টাফ রিপোর্টার॥ রংপুরের তারাগঞ্জে মদপানে ২ জন মারা গেছে। এসময় আহত অসুস্থ্য হয়েছে আরও ১০ জন।
অসুস্থ্যদের কেউ কেউ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেউ তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতাল, পারিবারিক ও স্থানীয় সূত্রে প্রকাশ, বুধবার রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হিন্দুপাড়া বিজয় চন্দ্রের বাড়ির নিয়মিত মদ আসরে মদ পান করে ১৫/২০ জন বিভিন্ন বয়সি মানুষ। তাদেরকে কাউকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কাউকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অনেকেই বাড়িতে চিকিৎসা নেন। গুরুতর অসুস্থ্য ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল মান্নান(৩৫) বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে বুড়িরহাটের রওশন আলীর পুত্র।
অপর গুরুতর অসুস্থ্য গাছ ব্যবসায়ী সয়ার সরদার পাড়া এলাকার খাদেমুল ইসলাম(৪৫) শুক্রবার দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও গুরুতর অসুস্থ্য হয়ে আছেন ডাঙ্গাপাড়ার নুর ইসলামের পুত্র রসুল(৩২), কুটিপাড়ার ইসলাম মিয়ার পুত্র নাজমুল (৩৮), জাফর মিয়াসহ ৮/১০ জন।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে দোলাপাড়া পুতিন চন্দ্রের পুত্র বিজয় চন্দ্র, বনপাড়ার এজাজ উদ্দিনের পুত্র বাবুল, হিন্দুপাড়ার মকুুল, বৈদনাথপুরের মজনু, আলতাব, কুটিপাড়ার নাজমুল ইসলাম তাদের বাড়িতে বাংলা মদ বিক্রি করে। স্থানীয় একশ্রেনীর সকল বয়সি মানুষ মদের আড্ডার নিয়মিত খদ্দের। এছাড়াও হাড়িয়াকুঠি, চিলাপাক ও কাশিয়াবাড়ী, বুড়িরহাট এলাকায় দিনেরাতে মদ গাজাসহ মাদকদ্রব্য বিক্রি ও জুয়া খেলা চলে।
তবে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, শনিবার বিকেলে তিনি ওই এলাকায় দুইজন ব্যক্তির মৃত্যুর খবর পান। বিষয়টি খোঁজ খবর নিতে গেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় একজনকে হাসপাতালে নেয়ার পথে এবং একজন হাসপাতালে হার্ট এ্যটাকে মারা গেছে। তবে তারা মদ পান করতো বলেও জানান ওসি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।