আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬, রাত ০৮:১৩

শনিবার(১৭ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী কুটিরপাড় নামক এলাকায় ঘটনাটি ঘটে। বিকালে অসুস্থ ওই ছাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, ওই গ্রামের তোতা মিয়ার ছেলে মেহেদি হাসান বিপ্লব প্রতিবেশী এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিপ্লব অপর একটি মাদ্রসার আলিম শাখার ছাত্র। এই অবস্থায় শুক্রবার রাতে মেয়েটি সুকৌশলে বাড়ি থেকে বেড় করে আনে বিপ্লব। পরে পরিবারের লোকজন সারা রাত খোঁজাখুজিঁ করেও মেয়েটির কোন হদিস পায়নি। শনিবার দুপুরে বাড়ির অদূরে এক মাদ্রাসার মাঠে খেলতে যায় গ্রামের কয়েকজন শিশু। সেখানে মাদ্রাসার একটি ঘরে বিপ্লবের সাথে মেয়েটিকে দেখতে পায় গ্রামের শিশুরা। এরপর তারা বাড়িতে খবর দিলে বিপ্লব পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের কাছে ধর্ষণের শিকারের কথা খুলে বলে। একপর্যায়ে মেয়েটি ছেলের বাড়িতে গিয়ে আশ্রয় চায়। কিন্তু বিপ্লবের পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে জানা গেছে। মেয়েটি জানায়, বেশকিছুদিন আগে বিপ্লব তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদিন ধর্ষণ করে তাকে। সর্বশেষ শুক্রবার রাতে তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করবে বলে বাড়ি থেকে ডেকে আনা হয়। এরপর পার্শ্ববর্তী এক মাদ্রাসা ঘরে নিয়ে গিয়ে রাতভর বিপ্লব তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির। মেয়েটির বাবা জানায়, আমার সহজ সরল মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিপ্লব তার সর্বনাশ করেছে। তাই বিপ্লবের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি। এদিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর বাড়ি থেকে সটকে পড়েছেন বিপ্লবের পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) রাশেদ বলেন, মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বিপ্লবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার (ওসি) আরজু মো. সাজ্জাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি মেয়েটির ডাক্তারী পরীক্ষাসহ আইনানুক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন


 

Link copied