ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ সেপ্টেম্বর॥ নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজন বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে এসব সার ও সরিষা বীজ বিতরন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক কৃষককে ১ কেজি করে বারী-১৪ জাতের সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এ সময় সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায়, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নাজমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ললিত চন্দ্র রায়, উপকারভোগী কৃষক গন উপস্থিত ছিলেন।