Templates by BIGtheme NET
আজ- শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ :: ৮ কার্তিক ১৪২৭ :: সময়- ৮ : ১৫ পুর্বাহ্ন
Home / টপ নিউজ / উত্তরাঞ্চলে শীর্ষস্থান দখল করলো উত্তরবাংলা ডটকম

উত্তরাঞ্চলে শীর্ষস্থান দখল করলো উত্তরবাংলা ডটকম

Uttor Bangla logo - Copসেন্ট্রাল ডেস্ক: উত্তরাঞ্চলের সব গুলো অনলাইন নিউজ পোর্টাল কে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে রংপুর থেকে পরিচালিত জনপ্রিয়  নিউজ পোর্টাল উত্তরবাংলা ডটকম।

রংপুর বিভাগে প্রায় ডজন খানেক অনলাইন নিউজ পোর্টালকে পিছনে ফেলে উত্তরবাংলা ডটকম এখন শীর্ষে অবস্থান করছে। এই নিউজ পোর্টালের যাত্রা শুরু হওয়ার ৬ মাসের মধ্যেই অনেক পুরাতন নিউজ পোর্টালকে পিছনে ফেলায় অনেকেই হতবাক হয়েছে।

এ্যালেক্সা র‌্যাংকিং অনুযায়ী নিচে রংপুর বিভাগের ১০ টি নিউজ পোর্টাল এর সর্বশেষ র‌্যাংকিং তুলে ধরা হলোঃ-

 উত্তরবাংলা ডটকম: উত্তরাঞ্চলের নিউজ পোর্টালের মধ্যে এ সাইটটি বর্তমান এক নম্বর অবস্থানে রয়েছে।  বাংলাদেশ র‌্যাংকি এ সাইটটির অবস্থান ২০১৮, বিশ্ব র‌্যাংকিং ৭২৯৭৯৬।

নর্দান নিউজ ২৪ ডটকম: রংপুর বিভাগের সব থেকে পুরাতন এই নিউজ পোর্টাল টি বর্তমান উত্তরবাংলা ডটকম এর পরের অবস্থানে রয়েছে। বাংলাদেশ র‌্যাংকি এ সাইটটির অবস্থান ২১১৬১ বিশ্ব র‌্যাংকিং ২২২৬২২৮।

এছাড়া এ অঞ্চলে আরও যে নিউজ পোর্টাল গুলি রয়েছে তাদের বাংলাদেশ র‌্যাংকিং এ কোন অবস্থান নেই। তবে বিশ্ব র‌্যাংকিং এ তাদের অবস্থান রয়েছে।

পঞ্চগড় নিউজ ডটকম: বিশ্ব র‌্যাংকিং ৩৬,৩৫,১৬৫।

এশিয়ান বাংলা নিউজ ডটকম ( কুড়িগ্রাম): বিশ্ব র‌্যাংকিং ৪২,৮১,০০৬।

কুড়িগ্রাম নিউজ ডটনেট: বিশ্ব র‌্যাংকিং ৫৫,৭৮,৯৫২।

ভিগাইবান্ধা ডটকম: নবাগত এ নিউজ পোর্টালটির বিশ্ব র‌্যাংকিং ১,০৬,০৯,১৫১।

দিনাজপুর নিউজ ডটকম: এ নিউজ পোর্টালটির বিশ্ব র‌্যাংকিং ১,৪৪,১১,৩৩৮।

চিলাহাটি ওয়েভ: ফ্রি ডোমেইন এ করা এ নিউজ পোর্টালটির বিশ্ব র‌্যাংকিং ২,০৩,৮৮,৮৫৮।

আরবি নিউজ২৪ ডটনেট (কুড়িগ্রাম): এ সাইট টি এখন পর্যন্ত বাংলাদেশ র‌্যাংকিং এবং বিশ্ব র‌্যাংকিং এ জায়গা করে নিতে পারে নাই।

কুড়িগ্রাম লাইভ ডটকম: এ সাইট টি এখন পর্যন্ত বাংলাদেশ র‌্যাংকিং এবং বিশ্ব র‌্যাংকিং এ জায়গা করে নিতে পারে নাই।

এ বিষয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন্স (বনপা) এর সহ-সভাপতি ও বিডি২৪লাইভ ডটকম এর সম্পাদক আমিরুল ইসলাম আসাদ জানান, একটি আঞ্চলিক সংবাদ মাধ্যম হয়েও উত্তরবাংলা ডটকম যে অবস্থান সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য।

উত্তরবাংলার সাফল্য কামনা করে বাংলাদেশ অনলাইন জার্ণালিষ্ট এসোসিয়েশন্স (বিওজেএ) এর সভাপতি জাহিদ ইকবাল বলেন, উত্তরবাংলা ডটকম অল্প সময়ে যেভাবে দ্রুতগতিতে র‌্যাংকিং এ এগিয়ে যাচ্ছে তা আবাক করার মত। যা অনেক জাতীয় অনলাইন এর ক্ষেত্রেও সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ১২.১২.১২ইং তারিখে এক দল তরুণদের প্রচেষ্ঠায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে উত্তরবাংলা ডটকম। নিউজ পোর্টালটি শুরু থেকেই তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। নিউজ পোর্টালটি বর্তমানে রংপুর বিভাগের ৮ জেলার মানুষের ও প্রবাসী উত্তরাঞ্চলবাসীর মুখপাত্র হিসাবে পরিণত হয়েছে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful