স্টাফ রিপোর্টার: রংপুর মহানগর জামায়াতের আমীর নূর হুসাইনসহ দুই নেতাকে আটক করেছে পুলিশ।
রংপুরের সদর উপজেলার পাগলাপীর এলাকার হরিরাম পিরোজপুর গ্রামে একটি বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, শনিবার রাতে হরিরাম পিরোজপুর গ্রামে একটি বাড়িতে বৈঠক করছিলেন আটককৃতরা। নাশকতা চালানোর উদ্দেশ্যে এই বৈঠক হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির নুর হুসাইন ও সদর উপজেলা আমির ডা. লোকমান হোসেনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। আটক জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।