সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ীতে বাসচাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো তিনজন। তবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক কঙ্কন কুমার জানান, সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি বেলকুচি যাবার পথে মুলিবাড়ীতে মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় রং সাইড দিয়ে উত্তরবঙ্গগামী অন্তর পরিবহনের একটি যাত্রীবাস সিএনজিটিকে সজোরে চাপা দেয়। এতে বাসের নীচে সিএনজি ঢুকে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় তিনজন।