ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ সেপ্টেম্বর॥ নীলফামারীর কিশোরীগঞ্জে পালিত হয়েছে জাতীয় কণ্যা শিশু দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকালে কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল এ- কলেজের সামনে সমাবেশ অনষ্টিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মেহেদী হাসান। এসময় বক্তৃতা দেন ইপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার প্রমুখ।
সমাবেশ শেষে শিশু কণ্যার বিয়ে বন্ধের দাবিতে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।