প্রেস বিজ্ঞপ্তি: বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি বলয় গড়ে তোলার আহ্বান জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর তেভাগার সংগ্রামদীপ্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা শাখার একাদশ সম্মেলনের উদ্বধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় টাউন হল চত্বরে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহাদত হোসেন।
সমাবেশ থেকে একটি লাল পতাকার সুসজ্জিত মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ৩০ সেপ্টম্বর দিনব্যাপি রংপুর পাবলিকলাইব্রেরি হলরুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমানকে সভাপতি এবং শাহীন রহমানকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।