আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

চোর শোনে না ধর্মের কাহিনী॥ ডোমারে ইউপি সদস্য শ্রীঘরে

মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬, বিকাল ০৭:০৪

  ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৪ অক্টোবরএকজন দাগি চোর নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়াডের দক্ষিনপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে আব্দুস সালাম(৪০)।   চলতি বছরের ইউপি নির্বাচনে সে ওই ওয়াডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিল। এলাকার ভোটারদের নিকট জোড়হাতে ওয়াদা করেছিল তাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করলে সে চুরি পেশা ছেড়ে দিয়ে একদম ভাল হয়ে যাবে। এলাকার ভোটাররাও তাকে কথা দিয়ে গত ৭ মে/২০১৬ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে  বিজয়ী করে দাগি চোর আব্দুল সালাম কে ইউপি সদস্য নির্বাচিত করেছিল।   এতোদিন ভালই ছিল সব কিছু। কিন্তু হঠাৎ করে এলাকায় ও এলাকার পাশ্ববর্তী গ্রাম গুলো হতে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান চুরির হিড়িক পড়ে যায়। cor-d-1 এক একটি রিক্সা ও ভ্যানের মূল্য ৫০/৬০ হাজার টাকা। কিন্তু চোর ধরা পড়ছিল না। এমনকি চোর ধরতে এলাকাবাসীকে সহযোগীতার আশ্বাস দেয় আব্দুস সালাম। কিন্তু আব্দুস সালামই যে চুরির হোতা তা বুঝতে পারেনি এলাকাবাসী।   গতকাল সোমবার (৩ অক্টোবর) রাত দুইটার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে একটি রিকশাভ্যান চুরির সময় জনতার হাতে ধৃত হয়েছেন তিনি। মঙ্গলবার সকালে বোডাগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের মাধ্যমে তাকে ডোমার থানা পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তার ঠাই হয়েছে শ্রীঘরে।   বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের ব্যাটারি চালিত রিকশাভ্যান মালিক মেঘ নাথ রায় (৬০) বলেন,‘চুরির ভয়ে আমার বাড়িতে রাখা রিকশাভ্যানে শুয়ে রাত কাটাচ্ছিলাম আমি। মধ্য রাতে আমাকেসহ রিকশাভ্যানটি টেনে নিয়ে যেতে শুরু করে চোরেরা। এসময় টর্চলাইট জ্বালিয়ে দেখি ইউপি মেম্বার আব্দুস সালাম। আমার চিৎকারে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে একটি হলুদ ক্ষেতে লুকানো অবস্থায় তাকে ধরে ফেলে।   জোড়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী এবং তিন নম্বর ওয়ার্ডের ভোটার তুষার সিদ্দিকী বলেন,‘এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে। ইউপি নির্বাচনের আগে ভালো হওয়ার শপথ করে ভোটারদের ভোট প্রার্থনা করলে সহজ সরল ভোটাররা তাকেই ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হলো না।’ তাই ”কয়লা ধুলে যেমন ময়লা যায় না” তেমনি চোর না শুনে ধর্মের কাহিনী” এই প্রবাদ বাক্যটি আব্দুস সালাম আবারো প্রমান করলো।   বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন,‘চুরির সময় জনতার হাতে ধৃত হয়েছেন আব্দুস সালাম। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি থানা পুলিশে সোপর্দ করি তাকে। শুনেছি এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। ভালো হওয়ার শপথে ভোটাররা তাকে ভোট দিয়ে ইউপি সসদ্য নির্বাচিত করেছিলেন। কিন্তু তার অভ্যাগ গেলো না।   ডোমার থানার উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, এঘটনায় পাঁচজনকে আসামী করে ভ্যান মালিক মেঘ নাথ রায় একটি মামলা দায়ের করেছেন। ইউপি সদস্য আব্দুস সালামসহ মামলার অপর আসামী দক্ষিণ জোড়াবাড়ি গ্রামের মো. রাজুকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মামলাল উদ্ধার করা হযেছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন


 

Link copied