ডেস্ক: উত্তরাঞ্চল নব্য জেএমবির দুই সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।
তারা হলো- মো. আব্দুল হাকিম (২২) ও মাহামুদুল হাসান ওরফে বিজয় (১৭)।
স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় নিয়ে বুধবার তারা র্যাব-১২ এর কাছে আত্মসমর্পণ করে বলে র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।
র্যাব জানায়, আব্দুল হাকিম আলিম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালাচ্ছে। মাহামুদুল হাসান বগুড়া পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটে অধ্যায়নরত।
আব্দুল হাকিমের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার কামারপাড়া গ্রামে। সে হলি আর্টিজান হামলার জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ঠ সহচর ছিল।
আত্মসমর্পণকারী মাহমুদুল হাসান ওরফে বিজয় গ্রামের একটি সাধারণ পরিবারের সদস্য। সে মুফতি জসীম উদ্দিন রাহমানির ওয়াজ ও লিখিত বই পড়ে জেএমবিতে যোগ দেয়।